তবলা আবিষ্কার
মৃদাঙ্গের শব্দতরঙ্গ উচ্চাঙ্গ রব
সহিতে না পেরে উত্তেজিত জনতা সব,
মনিরাম ধরে গান বাজিয়ে মৃদঙ্গ,
তবু গুনমুগ্দ শ্রোতারা ছাড়ে তার সঙ্গ!
মৃদঙ্গের শব্দতরঙ্গে ক্ষুদ্ধ নিখিলবঙ্গ,
কেহ কেহ মজা পায় দেখে নানা রঙ্গ৷
অসহ্য বিকট শব্দ সহিতে না পেরে,
কুড়ুল আঘাতে খোল দ্বিখণ্ডিত করে৷
প্রতিবেশী মহিলার ভয়ঙ্কর রূপ,
দেখিয়া মনিরাম ভয়ে নিশ্চুপ৷
দ্বিখণ্ডিত মৃদঙ্গের নাম ডিগি-তবলা,
মধুর সুখ শব্দে মৌন ও অবলা৷
প্রশংসিত তবলা ও ডিগির জন্ম ধন্য,
যমজ সন্তান হলেও রূপ তার ভিন্ন৷
- Read more about তবলা আবিষ্কার
- Log in to post comments