যে গণতান্ত্রিক রাষ্ট্রে মহান আদালতের নির্দ্দেশ সরকার মানে না সে সরকার কখনো জনগণের নয়
এই প্রতিবেদনটি লিখতে বসে প্রথমেই বলি যে শাসক বিচার বা আদালত ও আইন এই বিভাগ যদি সংবিধান না মেনে চলে তা হলে দেশের সর্বনাশ৷ বিচার বা আদালত আজও নিরপেক্ষ হয়ে আছে তাই গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে৷ কথায় আছে যে যায় লঙ্কার অর্থাৎ শাসনে সেই হয় বারণ অর্থাৎ শোষক৷ আজ এদেশের গণতন্ত্র তাই হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে৷ বিচার বিভাগ সরাসরি শাসন বিভাগের হস্তাক্ষেপ করে না, তবে যদি জনগণ আদালতের কাছে বিচার প্রার্থনা করে আবেদন করে তা হলে তাকে বিচার করতে হয়৷ অনেক সময় যে টি দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে দাঁড়ায়৷