দ্বিজেন্দ্রলাল (জন্ম---১৯সে জুলাই)

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

ভারত মাতার বন্দনা গানে

তুলেছিলে আলোড়ন৷

স্বাদেশিকতার  অপূর্ব বেগ

মুক্তির স্পন্দন!

ঠাট্টা-তামাসা-হাসি উপহাসে

হানিয়া তীক্ষ্মবান

আত্মচেতনা দিয়েছিলে, যারা

আছিল মূহ্যমান৷

আমাদের তুমি ‘মানুষ’ বলেছো

বল নাই কভু ‘মেষ’৷

তুমিই বলেছো জগতের মাঝে

ভারত শ্রেষ্ট দেশ৷

বীরত্ব আর পৌরুষে সদা

দিয়ে গেছে সম্মান,

ব্রিটিশের সাথে সন্ধি---যে কভু

পায়নি মনেতে স্থান৷

চন্দ্রগুপ্ত রাণা প্রতাপের

বীরত্ব প্রেরণায়

তারাবাই আর দুর্গাদাসের

চরিত্র রচনায়---

ভীরু বাঙালীর শীতলরক্তে

দিয়েছিলে উত্তাপ---

সংগ্রাম-পথে চেয়েছিলে

ধুতে পরাধীনতার পাপ৷

অশ্লীলতায় ছেয়ে গেছে আজ

সমাজের চারিদিক

আমাদের মাঝে আত্মা তোমার

আবার শরীর নিক৷

 

টপ অন্‌ টেন্‌

জয়তী দেবনাথ

রেজাল্ট-রেজাল্ট, বুকটাতে

সেই কি ধুক পুক্‌!

সকালবেলা থেকেই যেন

শুকনো চোখ মুখ!

ঘুম ভাঙাতে লাগতো আগে

এলার্ম ডাকাডাকি

সেখানে আজ স্টুডেন্টরা যেন

কাক ভোরের পাখি!

রেজাল্ট পেয়ে চোখে মুখে

সেই কি সুখের জ্যোতি!

রেজাল্ট হাতে গর্বে বাবার

ফাটছে বুকের ছাতি!

মায়ের তখন চোখেতে জল

বুকটা স্নেহে ভরা!

বুকে টেনে মায়ের আদর

সেই কি আশীষ ঝরা!

মনটা তখন হুট করেই

ছুটলো স্কুলের পানে

শিক্ষকদের চরণ ধূলি

চাই যে মনে প্রানে৷৷

সকলের আশীষটুকু

তুলে নিলাম শিরে৷

এবার শুধুই ছুটব লক্ষ্যে

হাজারো স্বপ্ণের ভিড়ে!