আপ্তবাক্য
‘‘ ... জীবনের সর্বক্ষেত্রে সমান অধিকার দিতে গিয়ে অনেকে জোর করে নারীকে নারীধর্ম-বিরোধী গুরুতর শারীরিক ও মানসিক’ পরিশ্রম -সাপেক্ষ কার্যে নিয়োগ করতে চায়৷ এ জাতীয় মনোভাব অত্যন্ত ত্রুটিপূর্ণ৷ এ কথা স্বীকার করতেই হবে যে শারীরিক ও স্নায়ুগত শক্তি পুরুষের চাইতে নারীর কম৷ তাই কর্মভূমি এতদুভয়ের হুবহু এক হতে পারে না৷ তাছাড়া শারীরিক কারণে মাসে প্রতিটি দিন নারী সমানভাবে খাটতে পারে না৷ গর্ভাবস্থাতে ও প্রসবের পরে তাদের খাটবার সামর্থ্য সীমিত হয়ে প’ড়ে---এ কথাগুলো ভুলে থাকলে চলৰে কেন!
- Read more about আপ্তবাক্য
- Log in to post comments