July 2023

বন্ধ হোক এই অন্ধ রাজনীতি

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

একটা নির্বাচনকে কেন্দ্র করে এই উদ্দাম নিষ্ঠুরতা কেন?  যথার্থ গণতন্ত্রে নির্বাচন জনগণের উৎসব৷ এই উৎসবের মধ্য দিয়েই জনগণ আগামী পাঁচবছরের জন্যে গ্রাম-পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তুলে দেবে যোগ্য ব্যষ্টিদের হাতে৷ কিন্তু যোগ্যতার কি নিদর্শন রাখছে রাজনৈতিক দলগুলি!  রাজনীতির উদ্দেশ্য রাষ্ট্রের নাগরিকদের সেবা করা৷ নাগরিকদের সুখ-সুবিধা যেমন দেখা দরকার তেমনি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়ীত্বও থাকে৷ কিন্তু বর্তমান সমাজে রাজনীতি কুক্ষিগত করে নিয়েছে একদল অসৎ দুষ্টচক্র৷ অবশ্যই কেন্দ্রীত পুঁজিবাদী সামাজিক অর্থনৈতিক কাঠামোও এর জন্যে দায়ী৷

আঞ্চলিক শ্রীবৃদ্ধির পথ ধরেই বিশ্বৈকতাবাদ প্রতিষ্ঠিত হবে

তপোময় বিশ্বাস

বাঙলার বুকে চলা ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদী শোষণের কবল থেকে বাঁচিয়ে বাংলা ও বাঙালীর অধিকার প্রতিষ্ঠার সংঘটন ---বাঙালী ছাত্র-যুব সমাজ একদা যে বাঙলা ভারতে তো বটেই গোটা পৃথিবীতে, জীবনধারার সবক্ষেত্রেই উজ্জ্বলতম দৃষ্টান্ত করে আসছিল, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শোষনের নিষ্পেষণে সেই বাঙলা আজ চরম দীনতায় ভুগছে৷ সামাজিক অর্থনৈতিক-রাজনৈতিক-সাংসৃকতিক-শিক্ষাব্যবস্থা সর্বস্তরে পুঁজিবাদ তার মানবতা বিরোধী মুনাফাবাদী আগ্রাসন চালাচ্ছে৷ বর্তমান পুঁজিবাদ তার এই আগ্রাসন চালাতে এক অভিনব কুপন্থা অবলম্বন করেছে৷ প্রাউটের মতে একটি জনগোষ্ঠীর ভাষা-সংসৃকতির উপর অন্য নিম্নস্তরের ভাষা-সংসৃকতির জোর করে চাপিয়ে দিলে স্বাভাবিকভাবেই

পাঞ্চজন্য

শ্রীসুভাষ প্রকাশ পাল

ভুত্তিপ্রধান থাকাকালীন বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝেই কোলকাতা যেতে হত এবং কাজের চাপ থাকলে তিলজলা আনন্দমার্গ আশ্রমে রাত্রিবাসও করতে হত, একবার তিলজলা গিয়েছি, রাত্রিতে কাশীশ্বরানন্দদার রুমে থাকার ব্যবস্থা হল, ভোরবেলা প্রাতঃকৃত্য সেরে সকালের হাওড়াগামী প্রথম এস২৪ বাস ধরব বলে প্রস্তুতি নিয়ে দাদার কাছে গিয়েছি বিদায় নেওয়ার জন্য৷ দাদা বললেন পাঞ্চজন্য করে তারপর যাবে৷ আমি বললাম---দাদা ফার্স্ট বাস না পেলে আমার সুকলে পৌঁছাতে দেরী হয়ে যাবে, খুব অসুবিধায় পড়ে যাব, দাদা বললেন---পাঞ্চজন্য করে যাও৷ সব কাজই সুষ্ঠুভাবে হবে, দাদার আদেশ বা পরামর্শ কখনও অমান্য করিনি, অগত্যা পাঞ্চজন্য করে আর কারও সাথে বাক্যালাপ না করে

ভারতীয় দূতাবাসে আগুন ধরিয়ে দিল সানফ্রান্সিকোর দুষ্কৃতিরা

আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা৷ গভীর রাতে দূতাবাসের আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা৷ দাউ দাউ করে জ্বলে ওঠে দূতাবাস ভবনের একাংশ৷ এই ঘটনায় অভিযোগের তির খলিস্তানপন্থীদের দিকে৷ পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বার হামলা হলো সানফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে৷

১৩৯ বছরের মধ্যে ইংল্যাণ্ডে এবছরের জুন মাস সবচেয়ে উষ্ণতম মাস

এবার বিদেশেও চোখ রাঙাল গরম৷ চলতি বছরের জুন মাসে দাবদাহের দাপট অব্যাহত ছিল৷ এর আগে এত উষ্ণতা জুন মাস দেখেনি ব্রিটেনবাসী৷ অন্তত এমনটাই দাবী করছেন সে দেশের আবহবিদরা৷

ইংল্যাণ্ডের আবহাওয়া দফতর  জানিয়েছে, জুন মাসে গড় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা গত ১৩৯ বছরে সবচেয়ে বেশী৷ ১৮৮৪ সালে জুন মাসে এমনই গরম অনুভব করেছিল ইংল্যাণ্ড৷ সে বছরের তাপমাত্রা উষ্ণতম হিসাবে নজির তৈরী করেছিল সে দেশে৷ এরপর  ১৯৪০ সাল ও ১৯৭৬ সালের জুন মাসে ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসে৷ এ বছর সেই নজিরও ভেঙে দিয়েছে৷ কিন্তু কেন এমন তাপমাত্রা বৃদ্ধি? আবহবিদদের মতে জলবায়ুর পরিবর্তন এর অন্যতম কারণ৷

উষ্ণায়ন প্রতিরোধের গবেষণায় আমেরিকা

বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তন থেকে পৃথিবীকে বাঁচাতে সূর্যের আলোকে আটকে রাখার পরিকল্পনা করছে আমেরিকার জো বাইডেন প্রশাসন৷ গত শুক্রবার হোয়াইট হাউসের একটি প্রতিবেদনে এই গবেষণা সংক্রান্ত কিছু তথ্য প্রকাশিত হয়েছে৷

হোয়াইট হাউস অফিস অব সায়েন্স এ্যাণ্ড টেকনোলজি পলিসির ‘সোলার জিয়োইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ ওই রিপোর্টে বলা হয়েছে, সূর্যরশ্মি আটকে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের জন্য গবেষণা চালানো হচ্ছে৷ যার উদ্দেশ্য উষ্ণতাতে নিয়ন্ত্রণে রেখে পৃথিবীকে ঠাণ্ডা রাখা৷

পাল্টাচ্ছে পৃথিবীর অক্ষ, কমে যাচ্ছে ভূগর্ভের জল

কৃষি কাজের জন্য ভূগর্ভস্থ জল তুলতে তুলতে বদলে যাচ্ছে পৃথিবীর অক্ষ৷ গবেষণায় জানানো হয়েছে--- ১৯৯৩ সাল থেকে ২০১০ সালের মধ্যে ২১৫০ গিগাটন ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হয়েছে৷ ১ গিগাটনের অর্থ ১০০ কোটি মেট্রিক টন বা ১ লক্ষ কোটি কেজি৷ বিজ্ঞানীদের দাবি, এই পরিমান ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার জেরে পৃথিবীর  অক্ষ প্রতি বছর পূর্বের দিকে ৪.৩৬ সেন্টিমিটার সরে যাচ্ছে৷

পরলোকে বলরাম মণ্ডল

  হাওড়া জেলার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী বলরাম মণ্ডল গত ৪ঠা জুলাই অপরাহ্ণ ৪-৩০ মিনিটে পরলোক গমন করেন৷

উলুবেড়িয়া ১নং ব্লকের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন বলরাম মণ্ডল৷ আর কয়েকমাস পরে তিনি শতবর্ষ অতিক্রম  করতেন৷ তাঁর প্রয়াণে, মার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায় জেলার ভুক্তি প্রধান  সুব্রত সাহা৷

 

গ্রাম দখলের লড়াই---গণতন্ত্রের বেদীমূলে হিংসার উৎসব

মনোজ দেব

রাজনৈতিক খুন-সংঘর্ষ পশ্চিমবঙ্গে নিত্যদিনের ঘটনা৷ মূলত বামপন্থীদের হাত ধরে এই খুনের রাজনীতি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে৷ পাঁচের দশকের ঘটনা---হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রামের গাঙ্গুলী পরিবারের বড়ছেলে বিমল গাঙ্গুলী এলাকার জনপ্রিয় কংগ্রেস নেতা৷ তারই একভাই অমল গাঙ্গুলী তখন রাজ্য বিধানসভার বিধায়ক সিপিআই দলের৷ সেই সময় বিমল গাঙ্গুলী খুন হয়৷ অভিযুক্ত অমল গাঙ্গুলী  ও আরও কয়েকজন সিপি আই কর্মী৷ তখনও চীন ও সোভিয়েত ইউনিয়নের  দালালী করা নিয়ে কম্যুনিষ্ট পার্টীতে  বিভাজন হয়নি, সিপিএম প্রতিষ্ঠিত হয়নি৷ পরবর্তীকালে অমর গাঙ্গুলী ও তার অন্য ভাইরা স্বীকার করে যে বিমল গাঙ্গুলীকে খুন সিপিআই করেছে৷ অমল গাঙ্গুলী

পরমানু ও মাইক্রোবাইটামের  অবস্থান ও এদের গবেষণা

শ্রী সমরেন্দ্রনাথ ভৌমিক

মাইক্রোবাইটাম আবিষ্কারক শ্রী প্রভাতরঞ্জন সরকার মাইক্রোবাইটাম তত্ত্ব অনুযায়ী পরমানু ও মাইক্রোবাইটার অবস্থান, গবেষনার জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছেন৷