স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত বাঙালী প্রতিটি কেন্দ্রীয় সরকারের আমলে বঞ্চিত
নির্বাচনে বার বার ব্যর্থ হয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য উন্মাদের মত বাঙলা ভাগের জন চিৎকার করছে৷ ভারতযুক্ত রাষ্ট্রের মূলতঃ কোন কেন্দ্রীয় সরকারই ভাবেনি যে খণ্ডিত ভারতের উন্নয়ন ঘটানোটা অতি প্রয়োজন৷ যতগুলি একদলীয় শাসক হয়েছে সবকটি শাসক চেয়েছে লুটেপুটে খেতে ও সারাটা জীবন নিজ নিজ দলের শাসনকে জিয়িয়ে রেখে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে৷ তবে কিছু কিছু মিলিজুলি সরকার হয়েছে কেন্দ্রে তখন কিন্তু কিছুটা কেন্দ্র সরকার সংযত ছিল৷ আর ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি এই দেশকে টুকরো করে শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল৷ তারা দেশছাড়ার আগে কিছু দেশীয় নেতা ও ধনকুবেরদের সাহায্য নিয়ে সাম্প্রদায়িকতার