আপ্তবাক্য

ৰৌদ্ধিক বা ভাবজগতের সম্পদগুলো ৰুদ্ধির জোরে যত পার দখল করো না, কারও তাতে কিছুই ৰলার নেই, কিন্তু পার্থিব জগতের যে সম্পদগুলো সীমিত, যেমন ঘর-বাড়ী, জমি, অন্ন-বস্ত্র, টাকা এগুলো ৰুদ্ধির জোরে তুমি একা যদি আত্মসাৎ করে ফেল তাতে করে আর শতসহস্র লোককে তার প্রয়োজনীয় বস্তুসমূহ থেকে বঞ্চিত করা হয় না কি? হ্যাঁ, ৰুদ্ধির জোরে  অর্থোপার্জন নিশ্চয়ই করতে পার, কিন্তু সে উপার্জন যেন ততটুকুই হয়--- তোমার পরিবার প্রতিপালনের জন্য বা তাদের দুর্দিনের সংস্থানের জন্যে যতটুকুর প্রয়োজন, তার চাইতে একপয়সাও বেশী নয়৷ সর্বদাই মনে রাখতে হবে অর্থের মূল্য ব্যবহারে৷   তোমার ঘরে তোমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চিত হ’লে ব্যবহার না থাকায় তা’ মূল্যহীন হ’য়ে যায়৷ যতটা অর্থকে তুমি মূল্যহীন করে ফেলছ একজন বুভুক্ষু-বিবস্ত্র মানুষের প্রতি তুমি সেই পরিমাণ অবিচারও করে ফেলেছ৷                                                 ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার