আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘জীবনে সত্যিকারের কোন  মহৎ আদর্শ না পাওয়া পর্যন্ত মানুষের জাগতিক ভোগলিপ্সা মেটে না৷ নেকড়ে বাঘের মত তার খাবার আশা কিছুতেই পূর্ণ হয় না৷ সর্বদাই সে যেন বলছে---‘‘মৈ ভুখা হুঁ৷’’ তার মুখের হাঁ যেন খোলাই রয়েছে৷ আর পৃথিবীর বোকা মানুষগুলো নিজেদের বিধিলিপিকেই স্মরণ করে তার মধ্যে প্রবেশ করছে৷ এই হিংস্র নেকড়ের দল তাদের রক্ত-মাংস নিঃশেষে খেয়ে ফেলে নীরস হাড়গুলোকে বাইরে ফেলে দিচ্ছে৷ এই নেকড়ে-দর্শনকেও কি মানতে হবে? মুখে শ্রান্তি-ক্লান্তির  চিহ্ণ নিয়ে স্নান না করা, ময়লা পোশাক পরা যে মুটে-মজুর-চাপরাশীর দলকে চারপাশে দেখি, অর্থের শ্রী যাদের আছে, তাদের কাছে এরা মানুষ নয়৷ কায়েমী স্বার্থের লক্ষণই হচ্ছে এই যে সে নিজেকে ছাড়া আর কাউকে ভাবে না৷ সে খাদক, বাকীরা খাদ্য৷       ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার (কঃ প্রাঃ -১ম খণ্ড)