নিউব্যারাকপুরে অখন্ড কীর্ত্তন
গত ২৩শে সেপ্ঢেম্বর নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে শ্রীমতী পারুল হালদারের উদ্যোগে ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ পরিচালনা করেন হরলাল হাজারী, স্বপন মন্ডল, শুভদ্বীপ হাজারী, আচার্য সেবাব্রতনন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নিরুক্তা প্রমুখ৷ বিরাটি নিউব্যারাকপুর বারাসাত, বনগাঁ প্রভৃতি এলাকা থেকে আনন্দমার্গীরা এই কীর্ত্তনে যোগদান করেন৷ অখন্ড কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে স্বাধ্যায় করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ এরপর কীর্ত্তন মাহাত্ম্য ও সাধনার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য অক্ষয়নন্দ অবধূত, সন্তোষ বিশ্বাস প্রমুখ৷ আচার্য সর্বেশ্বরানন্দজী