সপ্তর্ষির প্রশ্ণ
কৃষ্ণা রজনীর শেষ প্রহর
সপ্তমীর ক্ষয়িষ্ণু চাঁদ তখনও
ঢালছে অন্তিম জ্যোৎস্নার পুষ্পবর্ষণ,
আকাশের উজ্জ্বল তারার নিশানায়
ছোট্ট তরী ভাসিয়েছে মানুষ
ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের অপার সমুদ্রে
অসহ্য ব্যথার তীব্র কালকূট বুকে
ফেনিল জীবন যন্ত্রণার
উত্তাল তরঙ্গমালা চারিদিকে
মুক্তির আশ্বাস খুঁজেছে শুক্রে-মঙ্গলে
কিংবা ওই আলো-বিলানো
চাঁদের কোণে পেয়েছে কি?---
ঊষার প্রথম পদক্ষেপে পাখীর কলগুঞ্জন
পূর্ব দিগন্তে সদ্য জেগে ওঠা চকোলেট রং
- Read more about সপ্তর্ষির প্রশ্ণ
- Log in to post comments