একেলা পথে

লেখক
কৌশিক খাটুয়া

আমার ডাকে সাড়া দিতে

  ভুলেছো কি দয়াময়,

হাজার কাজে ব্যস্ত রয়েছো

  পাওনি বুঝি সময়!

ফুল ফোটানো ধরা জাগানো

   ভোরের সূর্যোদয় ,

শেফালীর সাথে কথোপকথনে

    সুষমা কি কথা কয়?

ঝর্ণাধারায় নদী বয়ে যায়

    সুমধুর কলতানে,

সুখ-দুঃখের কাহিনী শোনাতে

    ছুটে সাগরের পানে!

নিশা অবসানে রবির কিরণে

    প্রভাতী পাখির গানে,

কালবৈশাখীর অকাল বৃষ্টি

    চাতকের অভিমানে !

 

আজও হিমালয় স্বমহিমায়

      মহৎ অঙ্গীকারে,

বালুকাবেলায় মরু সাহারায়

     খর বায়ু বহিবারে৷

ঘটনা বহুল বসুন্ধরায়

   সুখ-দুঃখের সংসার,

নিত্য নিয়মে বেলা বয়ে যায়

  তোমারি কি দায়ভার!

তোমার আমার এত ব্যবধান

জমা অভিমান পাহাড় প্রমান,

কর্মব্যস্ততার অছিলা দেখাও

   শিশু ভুলানোর ছলে!

বেলা বয়ে যায় সন্ধ্যা ঘনায়

   তিলে তিলে পলে পলে,

বিষাদ-হৃদয় আর নাহি সয়

    কেন দূরে, যাও বলে৷

আমি কেন তবে এসেছি জগতে

কোথায় যাব এলেম কোথা হতে,

   অজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ সবাই

     ব্যর্থ জবাব দিতে,

কাউকে চিনিনা জানিনা মানিনা

    তোমা পেতে চাই সাথে৷

থেকো নাকো দূরে হাত দুটি ধরে

     নিয়ে চল তব পথে,

সৃষ্টি-শ্রষ্টা অটুট বাঁধন

     প্রলেপ হৃদয়-ক্ষতে৷