প্রভাতসঙ্গীতে আলোকের বার্তা
‘‘আলো এল, ভোরের আলো নূতনের বারতায়৷
কলি হাসল, ফুল ফুটল রঙেরই সুষমায়৷৷’’
(প্রভাত সঙ্গীত ৪৮৪৬)
অমারাত্রির অবসান ঘটিয়ে প্রভাতের বার্তা নিয়ে এসেছে ‘প্রভাত সঙ্গীত’৷ মানবসমাজে আজ যে পুঞ্জীভূত অন্ধকার জমে আছে এই অন্ধকারের জগদ্দল পাথরকে সরিয়ে আলোকের পথ ধরে যারা চলতে চায় যুগপুরুষ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী, যাঁর লৌকিক নাম শ্রীপ্রভাতরঞ্জন সরকার–‘প্রভাত সঙ্গীতে’র মধ্যে তাঁদের ডাক দিয়েছেন–
ডাক দিয়ে যাই যাই যাই,
আমি ডাক দিয়ে যাই যাই যাই৷
আলোকের পথ ধরে যারা যেতে চায়
- Read more about প্রভাতসঙ্গীতে আলোকের বার্তা
- Log in to post comments