আমরা কোথায় চলেছি?
আমরা, আজকের অধিকাংশ মানুষ, ছাত্র-ছাত্রা, যুবক-যুবতী --- আমরা কোথায় চলেছি? আমরা তো প্রতিদিন প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়ে ছুটে চলেছি অর্থ, পদ, যশ এগুলির পেছনে বা এগুলির কোনো একটির পেছনে৷ এর বেশি আমরা খুব একটা চিন্তা করছি না৷ তাই নয় কি? হয়তো আজকের সমাজব্যবস্থায় এ ছাড়া উপায় নেই, বাঁচাবার পথ অবরুদ্ধ৷ বিশেষ করে অর্থ না হ’লে তো কিছুই হবে না৷ সব অন্ধকার দেখতে হবে৷ কথাটা মিথ্যে নয়৷ হয়তো ব্যষ্টিগতভাবে আজকের যা পরিস্থিতি তাতে কথাটা অস্বীকার করার উপায় নেই৷ কিন্তু সমষ্টিগতভাবে অর্র্থৎ সমাজের দিক থেকে তো আমরা অন্যভাবে চিন্তা করতে পারি৷
কেন একথা বলছি?
- Read more about আমরা কোথায় চলেছি?
- Log in to post comments