(১)
ফুল বাগানে ব্যস্ত সভায়
চন্দ্রমল্লিকা ফুল,
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে
হয় না তাদের ভুল৷
শীত-প্রতিনিধি ঢালে প্রেম-প্রীতি,
মনের কথাটি শুণিতে অতিথি
এসেছে কাননে না মানিয়া তিথি৷
চন্দ্রমল্লিকা বরণ ডালায়
অভ্যর্থনা ও স্বাগত জানায়,
জানায় ভক্তিপূর্ণ প্রণতি৷
(২)
কমল কলির সৌন্দর্যে মুগ্দ
উদ্ভাসিত দিবাকর,
নিয়মিত ভোরে দেখিবার তরে
আবির্ভূত ভাস্কর৷
যেথা অবগুণ্ঠিতা কুসুম কলি
ক্রমশঃ পাপড়ি মেলে,
সরোবরে তারা শতদল হয়ে
বিকশিত দলে দলে!
- Log in to post comments