শুধু আত্ম মোক্ষ নয়কো কাম্য
ভেদাভেদ হীন সমাজে সাম্য
গড়িতে এসেছি আজ,
জগদহিতার্থে যাহা করণীয়
মরন সেথায় হোক বরণীয়
রণং দেহি সাজ!
আর ঘুম নয়, হোক জাগরণ
স্থিতিশীল হয় যেন আমরন
পূব দিগন্তে নবীন সূর্যোদয়,
সুষ্ঠু সমাজ গড়িবার দায়
সৎ মানুষের পর বর্তায়
মাথার উপর স্রষ্টার বরাভয়৷
শোষন মূক্ত মানব সমাজ
ভ্রাতৃপ্রীতির স্থায়ী বিরাজ
অনুশাসনের ধারাগুলি
পায় যেন মান্যতা,
কোমলে কঠোরে হৃদয়ে সুপ্ত
মানবিক উদারতা!
বুদ্ধির জগতে বোধির জগতে
মানুষ শ্রেষ্ঠ জীব,
দুঃসাহসের ইতিহাস বলে
ছিল না মানুষ ক্লীব৷
নিঠুর মরন চোখ রাঙিয়ে
মোর পানে যদি ধায়,
তবু কৃতজ্ঞ চিত্তে বীরত্ব স্মরণ
বিনম্র শ্রদ্ধায়!
শত শহীদের উত্তর শাখায়
ভরে আছে এ ভূবন,
তুমি কি জাননা তব শোণিত
ধারায় সুপ্ত সংগামী মন!
নিজ পৌরুষ জাগরণে হোক
বিপ্লবের শুভ বোধন,
নিজ অধিকার বুঝে নিতে
হতে হবে সচেতন৷
কায়েমী স্বার্থ সিদ্ধির তরে
পুঁজিবাদী চক্রান্ত,
ভেদবুদ্ধির প্রাচীর ভাঙ্গিয়া
হও সমুখে অতিক্রান্ত৷
পরমপিতার আশীষ মাথায়
নববর্ষের শপথ,
সার্বজনীন কল্যান কাজে
নিয়োজিত জনপদ৷
নব্যমানবতাবাদকে স্বাগত জানায়
নববর্ষের নবারুণ,
বিশ্বসমাজ দেখিবার লাগি
নিশীথে তারার নাই ঘুম৷
মানব সমাজ, তরুলতা,
প্রাণীদের প্রতি দায়,
নব্যমানবতা রূপায়ণ
মানুষের পর বর্তায়৷
- Log in to post comments