লেখক
সাক্ষীগোপাল দেব
বজ্রমুঠি গৈরিক বেশ
হাতে নিশান স্বস্তিক,
আসছে ওরা অযুত নিযুত
নাস্তিক নয় আস্তিক,
সুদর্শনে কাটছে ওরা
ধনতন্ত্র, জড়বাদ,
পাপীর ষড়যন্ত্র ওরা
করছে হেলায় বরবাদ!
আনল প্রাউট মুক্তি আলো
ব্যথীর বুকে আশ্বাস
ধার্মিকেরা নেবে আবার
দু’-বুক ভরে নিশ্বাস৷
হাসবে আবার গাছ গাছালি
হাসবে যত নিঃস্ব,
হাসবে আবার নোতুন করে
তোমার আমার বিশ্ব৷
- Log in to post comments