পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়?

লেখক
পত্রিকা প্রিতিনিধি

মাননীয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ সালের বাজেটে বিহারকে ঢেলে দিয়েছেন দুটি কারণে এক নরেন্দ্র মোদির সংখ্যালঘু সরকারের বড় শরিক বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের দল৷ দ্বিতীয়ত এই বছরের শেষের দিকে বিহার বিধানসভার সাধারণ নির্বাচন৷ বিহারের প্রতি পক্ষপাতিত্বের বিরোধী অভিযোগ খণ্ডন করে অর্থমন্ত্রী বলেন বিহার কি ভারতের নয়? বিহারের উন্নতি কি ভারতের উন্নতি নয়৷ অর্থমন্ত্রীর প্রশ্ণ যথার্থ৷ তিনি বিহারকে দিতেই পারেন উপুড় হস্ত করে৷ তাতে কারো কিছুই বলার নেই৷ বিশেষ করে মোদি সরকারের হেঁসেলের দায়িত্বে যখন তিনি আছেন৷ কিন্তু কাকে কতটা দেবেন সেটা কি অর্থমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে! যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিহারের পাশ্ববর্তী অঙ্গরাজ্যের কথাটাও চিন্তা করতে হয়৷

সব রাজ্যের কথাই চিন্তা করতে হয়৷ কিন্তু বিহারের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কথা বিশেষ করে উল্লেখ করতে হয়৷ পশ্চিমবঙ্গ রাজ্যটি ১৯৪৭ সালের ১৫ই অগাষ্ট মধ্যরাত থেকে নতুন করে ঔপনিবেশিক শোষণের শিকার হয় স্বদেশী শাসকের দ্বারা৷ যতদিন দিল্লিতে কংগ্রেস ও পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায় থেকে সিদ্ধার্থশঙ্কর রায় কেউই দিল্লীর বঞ্চনার বিরুদ্ধে মুখ খোলেন নি৷ বাম আমলে দিল্লির বঞ্চনার বিরুদ্ধে মুখ খুললেও বড় কোন প্রতিবাদ করেননি৷ কারণ বাম সরকারের বহু অপকর্ম ঢাকতে দিল্লীর সঙ্গে গোপন আতাঁত করে চলতে হয়েছে৷ ইন্দিরা রাজীব থেকে বাজপেয়ী যে সরকারই দিল্লিতে থাকুক৷

এব্যাপারে ব্যতিক্রম অবশ্য তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ তবে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী শিবিরে পা রাখতে নিজের চরিত্র অনুযায়ী বাঙলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে কোন জঙ্গী আন্দোলনে যাননি৷ যদিও মোদি সরকার বাঙলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে বছরের পর বছর৷ ১০০ দিনের কাজ গ্রামীন সড়ক যোজনা, আবাস যোজনা প্রভৃতি বিভিন্ন প্রকল্প তো আছেই আরো নানাভাবে রাজ্যকে হেনস্তা করছে মোদি সরকার রাজনৈতিকভাবে লড়াইতে মমতার সঙ্গে এঁটে উঠতে না পেরে বার বার নির্বাচনে হেনস্তা হয়ে৷ বাঙলার প্রতি মোদি সরকারের বঞ্চনা পূর্বতন সব সরকারকে ছাড়িয়ে গেছে৷ এই ব্যাপারে নেহেরুর সব থেকে বড় অনুগামী এখন নরেন্দ্র দামোদর মোদি৷

মাননীয়া সীতারমন আপনি মোদি সরকারের অর্থমন্ত্রী৷ তাই বাঙলার প্রতিবঞ্চনার দায় আপনারও৷ বিহারের পক্ষপাতিত্বের অভিযোগের জবাবে আপনি প্রশ্ণ তুলেছেন বিহার কি ভারতের নয়? সঙ্গত প্রশ্ণ, কিন্তু আপনার কাছে পশ্চিমবঙ্গবাসীর প্রশ্ণ পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গরাজ্য নয়? পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? আপনার সততার প্রতি আমাদের আস্থা আছে৷ তাই জবাব অবশ্যই দেবেন৷