লেখক
কৌশিক খাটুয়া
কত শত কুঁড়ি ফুল হয়ে ফুটে
কত ফুল যায় ঝরে,
ফুল ফুটে শুধু ঝরিবার তরে
যা’ ছিল উজাড় করে৷
সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি
সৃষ্ট সকল ফুল,
রূপে গুনে তার মুগ্দ জগত
নাই তার সমতুল৷
কল্যাণকর কাজে নিয়োজিত
তোমার সেবায় হাসে দুর্গত,
তুষ্ট তারা, যারা নিপীড়িত
বিশ্ববিধাতা তাই এত প্রীত!
যা’’ কিছু তোমার আছে বৈভব
বিধির চরণে দিলে অকাতরে
এক শুভদিনে মাহেন্দ্রক্ষণে
ঠাঁই পরমপিতার স্নেহময় ক্রোরে,
মানব জনম সার্থক করে!
সাজানো পৃথিবী মিলন মেলা
সবাই প্রিয়জন নয় অবহেলা,
তাদের নিত্য গমনাগমন
জানিনা কখন কেঁদে ওঠে মন!
যাওয়া-আসা সেতো তাঁর অভিপ্রায়
আছে স্নেহভরা প্রীতি,
কাছের মানুষ দূরে চলে যায়
রেখে যায় শুধু স্মৃতি৷
প্রতিদিন কত জনম মরন
অশ্রু হাসি সকলই স্বাগত,
যেটুকু সময় আছি এ জগতে
তাঁর সেবা কাজে যেন থাকি রত৷
- Log in to post comments