শিশল

শুধুমাত্র কুড়ি ইঞ্চি বৃষ্টিপাত হলেই শিশলের পক্ষে যথেষ্ট৷ তাই শুষ্ক অঞ্চলে শিশল ভালই জন্মায়৷ শিশলের উৎপত্তি পূর্ব আফ্রিকায়৷ ৰাংলার বীরভূম জেলা থেকে শিশলের গাছ আনানো যেতে পারে৷ শিশল ক্যাকটাসের মত স্যাকুল্যান্ট প্রজাতির গাছ৷ গাছের নীচ থেকেই এক পুরু ও শক্ত দণ্ড ওপরে ওঠে আর তার মাথায় ফুল আসে৷ এর পাতা থেকে যে তন্তু পাওয়া যায় তা দিয়ে দড়ি তৈরী হয়৷ এখানে শিশল প্রচুর সংখ্যায় আছে৷

পথিতরু  হিসেবে শিশল লাগানো উচিত বা রাস্তার ধারে বা নদীর  তীরে অন্য ৰড় গাছের মধ্যিখানে বা জমির সীমানা-রেখায় লাগানো যেতে পারে৷ নদীর উভয় তীরে যেখানেই ভূমিক্ষয়ের  সম্ভাবনা আছে সেখানেই শিশল গাছ লাগানো উচিত৷