October 2019

অখণ্ড কীর্ত্তন

গোয়ালতোড় ঃ গত ৪ ও ৫ সেপ্ঢেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলে ২৪ ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ৪ তারিখ বিকাল ৩টেয় কীর্ত্তন শুরু হয় ও ৫ তারিখ বিকাল ৩ ঘটিকায় কীর্ত্তন সমাপ্ত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত প্রমুখ৷

মেদিনীপুর ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, আচার্য রাজেশ ব্রহ্মচারী প্রমুখ এই কীর্ত্তনের আয়োজন করেছিলেন৷

আমবাগানে  প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

গত ৮ই সেপ্ঢেম্বর অসমে  নওগাঁর  আম  বাগানে  প্রভাত সঙ্গীত অবলম্বনে  নৃত্য গীত ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমবাগান  আনন্দমার্গ স্কুলে৷

তিনটি বিভাগে মোট  ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন৷

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের  সূচনা করেন  আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়াসিস সেক্রেটারী আচার্য সিদ্ধিনাথানন্দ অবধূত আচার্য রাজিব ব্রহ্মাচারী , অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা৷ অনুষ্ঠানটির  আয়োজন করেন --- ভুক্তিপ্রধান কৃষ্ণ দাস, সোমেশ সাহা, আশিষ সরকার, চন্দন দত্ত প্রমুখ৷ সফল প্রতিযোগিরা কলকাতায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷

বরণবেড়িয়া আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫ই সেপ্ঢেম্বর  ঃ অধ্যক্ষ আচার্য অণুপমানন্দ অবধূতের উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবক, আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় সদস্যবৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় নদীয়া জেলার বরণবেড়িয়া গ্রামের আনন্দমার্গ প্রচারক সংঘ পরিচালিত আনন্দ নবদ্বীপ চক্রনেমীর (মাষ্টার ইয়ূনিট)  আনন্দমার্গ স্কুলে ১৫ই সেপ্ঢেম্বর  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ’ল৷

দুঃস্থদের মধ্যে বস্ত্র প্রদান

আনন্দমার্গ চুঁচুড়া শাখার পক্ষ থেকে শারদোৎসব উপলক্ষ্যে দুঃস্থ ছেলেমেয়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় গত ২৯শে সেপ্ঢেম্বর৷ ৬৫ জন দুঃস্থ নারী-পুরুষের হাতে বস্ত্রগুলি তুলে দেন মিতালী সানা, দীপক গুপ্ত, স্কুলের নৃত্য প্রশিক্ষক পরীক্ষিৎ চক্রবর্ত্তী৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীণ আনন্দমার্গী স্নেহময় দত্ত ও স্কুলের শিক্ষক রঞ্জন দে৷

আঢ়ষায় ‘যোগ’ বিষয়ে আলোচনা

পুরুলিয়ার আঢ়ষা হাইস্কুলে গত ১৪ই সেপ্ঢেম্বর যোগ সাধনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও দুই শতাধিক ছাত্রছাত্রা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷

আলোচনা সভায় বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, আচার্য শুভদীপানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ ছাত্র-ছাত্রাদের যোগাসন ও কৌশিকী নৃত্য শিক্ষা দেন আচার্য শুভদীপানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দনিরুক্তা আচার্যা৷ ছাত্রছাত্রারা অত্যন্ত আগ্রহেরসঙ্গে আলোচনা শোনেন ও যোগ চর্চায় আগ্রহী হন৷

মেদিনীপুরে শিক্ষা সামগ্রী বিতরণ

২৫শে সেপ্ঢেম্বর ঃ মেদিনীপুর শহরে ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত রাণী রাসমনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রাদের  আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীম মেদিনীপুর শাখার পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রায় ৯০ ছাত্র-ছাত্রার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন মেদিনীপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, বিশ্বদেব মুখোপাধ্যায়, সৌমিত্র ভৌমিক ও পঙ্কজ সাধু৷ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগণ আনন্দমার্গ রিলিফ টীমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷

আনন্দমার্গের চর্যাচর্য বিধিতে অন্নপ্রাশণ অনুষ্ঠান

২৯শে সেপ্ঢেম্বর দিনহাটা বিশ্বমিত্রা ভবনে শ্রীসোমনাথ বিশ্বাস ও মধুমিতা বিশ্বাসের কন্যার মুখেভাত ও নামকরণ অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানের প্রথমে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশিত হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ অভীষা৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর বক্তব্য রাখেন আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷ এই ধরণের সামাজিক অনুষ্ঠানে কীর্ত্তন ও সাধনার তাৎপর্য ও আনন্দমার্গ সমাজ শাস্ত্রের প্রয়োজন ব্যাখা করেন৷  এরপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ মূল অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ মনোজিতা আচার্যা৷ শিশুকন্যার নাম রাখা হয় আরাধ্যা৷ পরিশেষে আচার্য দাদা-দিদিরা ও শিশুকন্যার পিতা-মাতা আত্মীয়স্বজনরা আরাধ্যা

আলিপুরদুয়ারে অখণ্ড কীর্ত্তন

২৯শে সেপ্ঢেম্বর রবিবার আলিপুর ডায়োসিসের বিশিষ্ট মার্গী আনন্দলাল ভৌমিকের বাসগৃহে অখণ্ড বাবানাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ তিন ঘণ্টা ব্যাপী এই কীর্ত্তনে মার্গী ভাইবোন ছাড়াও বহু সাধারণ মানুষ ও আনন্দলাল ভৌমিকের আত্মীয়স্বজন যোগ দিয়েছিল৷ সকলেই তিন ঘণ্টা কীর্ত্তন মাধুর্যে আপ্লুত হয়ে স্বর্গীয় আনন্দ অনুভব করে৷ আলিপুর ডায়োসিসের ডি.এস., ডি.এস. (এল) সহ সমস্ত দাদা-দিদিরাও এই কীর্ত্তনে যোগ দিয়েছিলেন৷

হুগলীর তারকেশ্বরে তত্ত্বসভা

তারকেশ্বর  ঃ গত ২২শে সেপ্ঢেম্বর হুগলী জেলার তারকেশ্বর আনন্দমার্গ স্কুলে সকাল ১০-৩০ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টা ব্যাপী আধ্যাত্মিকতা ভিত্তিক জীবন চর্যা, আনন্দমার্গ দর্শন ও প্রাউটের অর্থনীতি সম্পর্কে একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ তত্ত্বসভা শুরুর আগে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়৷ অতঃপর প্রদীপ প্রজ্জ্বলন ও প্রভাতসঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ অভিভাবক শ্রীযুক্ত অমর সামুই মহাশয়৷ উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেন শ্রীযুক্ত শিবশঙ্কর পাল, জ্যোতিবিকাশ সিন্হা ও অভিরাম বাগ মহাশয়গণ৷ তত্ত্বসভায় প্রায় ৩০

আনন্দনগর সংবাদ

কৌশিকী দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৬ই সেপ্ঢেম্বর আনন্দনগর হাইস্কুল ও উমানিবাসের ছাত্র-ছাত্রারা কৌশিকী দিবস পালন করে৷ ১৯৭৮ সালের এই দিনে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কৌশিকী নৃত্যের প্রবর্তন করেন৷ মূলতঃ এই নৃত্য মেয়েদের জন্যে হলেও পুরুষরাও এই নৃত্য অভ্যাস করতে পারে৷ এই নৃত্য নিয়মিত অভ্যাস করলে শারীরিক ও মানসিক দিক দিয়ে মানুষ সুস্থ ও সবল থাকবে৷

শিক্ষক দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ আনন্দমার্গ হাইস্কুল, কলেজ ও হোস্টেলের ছাত্র ও শিক্ষকবৃন্দ ৫ই সেপ্ঢেম্বর শিক্ষক দিবস পালন করেন৷ আবৃত্তি, গান ও আদর্শ শিক্ষা ব্যবস্থার ওপর আলোচনা ইত্যাদির মাধ্যমে দিনটি অতিবাহিত করেন৷