খেজুর গাছের আত্মকথা
আমি একটি খেজুর গাছ
তোমাদের কাছে ব্রাত্য আজ
চাষীর বাগানে, প্রমোদ উদ্যানে,
আমারে ধরে না কাহারো মনে৷
তাচ্ছিল্য সহকারে কেউ
বীজ ছুঁড়ে ফেলে,
তবু বিধির কৃপায় জনম নিলাম
এই ধরনীর কোলে৷
শিশু তরুতে জল সিঞ্চনে
নাইকো কাহারো দায়,
প্রকৃতির দেওয়া বৃষ্টির জলে
বছর কাটিয়া যায়৷
রাজপথ ধারে, রেলপথ ধারে
আমার দেহটি ধীরে ধীরে বাড়ে,
তাও যদি কারো কুনজরে পড়ে
ডাল কেটে আমা. পঙ্গু করে৷
যে পাতা যোগায় প্রাণবায়ু জীবে
সে পাতায় চাঁটাই, মাদুর,
কেহ কি কখনো সুধায় আমায়?
- Read more about খেজুর গাছের আত্মকথা
- Log in to post comments