আচার্য প্রসূনানন্দ অবধূত
আমি তোমাদের বলব কোনো অবস্থাতেই পাপের সঙ্গে হাত মিলাবে না, পাপকে সহ্য করবে না, পাপী যদি তোমার অতি নিকটজনও হয়, ঘরের লোকও হয় তবুও তার মুখ দেখবে না৷ সত্য পথে চলবে ও মানুষ গড়ে তুলবে৷ সুশিক্ষায় পশুও মানুষ হয়, দেবতা হয়৷ আমি বলব এ কথাটা তো ঠিক৷ এর অতিরিক্ত আরও একটা কথা কী?---না, পাপীকে অবস্থার চাপে ফেলে তাকে ভালো হতে বাধ্য করো৷ দুষ্টু লোকের চারপাশে এমন একটা প্রাচীর রচনা করো যে তার বাইরে বেরিয়ে গিয়ে সে আর পাপ করতে না পারে,তার থোঁতা মুখ ভোঁতা হয়ে যায়, চিরদিনের জন্য তার শিক্ষা হয়ে যায়৷ একটা দুষ্টু লোক যদি ভালো হয়ে যায় তাতে বিশ্বমানবতার কল্যাণ, লাখ লাখ মানুষের কল্যাণ, লক্ষ লক