ভারতে বাঙালীর অবলুপ্তি রুখতে চাই ঐক্যবদ্ধ প্রয়াস
বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত এক রচনায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছেন---বিহার বিহারীর, পঞ্জাব পঞ্জাবীর, অসম অসমীয়ার, কিন্তু বাঙলার দ্বার সকলের জন্যে খোলা৷
১৯২২ সালে এক যুব সম্মেলনে বৈজ্ঞানিক ডঃ মেঘনাথ সাহা বললেন--- একদিকে বিদেশীরা বাংলাদেশকে অধিকার করেছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য করায়ত্ব করে অবাঙালী ব্যবসায়ীরা বাঙলার বৈষয়িক সম্পদ গ্রাস করেছে, বড়ো বড়ো বাঙালী ব্যবসায়ী পরিবার চিরস্থায়ী বন্দোবস্তের কৃপায় জমিদার হয়ে জড় বিলাসীতে রূপান্তরীত হয়েছে, আর মধ্যবিত্ত বাঙালী হয়ে দাঁড়িয়েছে কৃতদাস দেশী বিদেশী ব্যবসায়ীদের৷