May 2017

সমর্পণ

অবধূতিকা আনন্দ মনীষা আচার্যা

ঢেউ উঠেছে সমুদ্রগর্ভে কলরব উচ্ছল

সেই জল ধুয়েছে াার চরণ

সেই চরণে পুষ্প চয়ন করে দেব াার পূজা

আপন মনে ঢেউ উঠেছে জলে ছলাৎছল৷

তোমরা যত আঘাত কর দাও কত না যন্ত্রণা

তবু আমি হেসে চলবো কাঁদবো না-না, না-না

পরমপিতার শ্রীচরণে সঁপে দিয়ে মন

সকল দুঃখ ভুলব ধরে বাবার শ্রীচরণ৷

আনন্দমার্গের তত্ত্বসভা

গত ১৬ই এপ্রিল হাওড়া জেলার জগত্বল্লভপুর ব্লকের অন্তর্গত গড় বালিয়া গ্রামের মহাপ্রভুতলায় আনন্দমার্গের পক্ষ থেকে এক তত্ত্বসভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় প্রায় ছয়-সাতশগ্রামবাসী উপস্থিত ছিলেন৷ এই সভায় আনন্দমার্গের দর্শন ও আদর্শের ওপর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য সুবিকাশানন্দ অবধূত ও প্রবীণ মার্গ

আন্দুলে ছয় ঘণ্টা অখণ্ড কীর্ত্তন

গত ২৩শে এপ্রিল হাওড়া জেলার আন্দুল মৌরী গ্রামের আনন্দমার্গ আশ্রমে বাবা নাম কেবলমমহামন্ত্র সহযোগে ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ উক্ত কীর্ত্তনে স্থানীয় আনন্দমার্গীরা ছাড়াও প্রায় তিন শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন৷ এই কীর্ত্তনের প্রধান উদ্যোক্তা ছিলেন প্রয়াত কৃষ্ণপদ শীলের সমগ্র পরিবার ও শ্রী

একই পরিবারের ৪ জন আত্মঘাতী

হুগলি জেলার চন্ডীতলা থানায় একই বাড়ীর চারজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন৷ এরা হলেন রবীন পন্ডিত (৪৫), শ্রীমতী কল্পনা পন্ডিত , সুশোভন পন্ডিত (১৭) ও সুস্মিতা পন্ডিত (২১)৷ জানা যাচ্ছে রবীন পন্ডিত রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন৷  কিছুদিন অসুস্থ ছিলেন৷ খুব অভাবের মধ্যে তাঁরা ছিলেন৷ 
পুলিশ বলছে , এই আত্মহত্যার পেছনে অন্য কারণ থাকার সম্ভাবনা৷ রবীনের মেয়ে সুস্মিতা সঙ্গে নাকি তার পিসতুত ভাই রঞ্জিতের সম্পর্ক গড়ে উঠেছিল৷ এটা জানাজানি হতেই নাকি লজ্জায় তাঁরা আত্মহত্যা করেছেন৷ তবে রঞ্জিত এটা স্বীকার করেনি৷ 

বিশ্বের ১৮২টি দেশে পালিত হ’ল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মতিথি উৎসব

 গত ১০ই মে আনন্দপূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) পুণ্য তিথিতে আনন্দমার্গের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৭ তম শুভ জন্মতিথি উৎসব অনুষ্ঠিত হ’ল৷ বিশ্বের ১৮২ টি দেশের আনন্দমার্গীরা মহাসমারোহে এই দিনটিকে পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন৷