অভিমান

লেখক
কৌশিক খাটুয়া

 আমি তোমায় জানিতাম না

 তুমিতো জানিতে মোরে,

তবে কেন আমি না বুঝিয়া ছিনু

  গহন অন্ধকারে?

অনেক আশায় খুঁজি চারিধার

   অরূপরতন সন্ধানে,

নিত্য লীলায় কেন লুকোচুরি

   চিরস্থায়ী বন্ধনে?

তোমারে ঘিরিয়া নাচিয়া ছন্দে

    অযুত জনম ধরে,

কত শত খেলা লীলাছলে কর

    সরস মানস তরে!

পারস্পরিক পরিচিতি তবে

   এত দেরি কেন বল,

যবে জানিলাম কাছেতে গেলাম

   ভাব বিনিময় হল৷

বিশ্বের মাঝে সর্বত্র তব অবাধ বিচরণ,

আমি কেন ছিনু নিদ্রামগ্ণ

হয়নি তো জাগরণ!

মনে জমে ছিল শতেক ব্যাথা,

হৃদয়ে আনিলে প্রেমের বারতা৷

সজল নয়নে প্রথম দেখায়৷

তোমারে করেছি বরণ৷

যত থাক শোক, দেহ ভরা রোগ,

তবুও আমার নাই অনুযোগ,

তুমি সদা সাথে প্রভাতে নিশিথে

লীলার আনন্দ করি উপভোগ৷

তুমি ছিলে কাছে বিগত জনমে,

এখনো রয়েছো, রবে চিরকাল,

পিতা-পুত্রের মধুর মিলন

অনন্তকাল রহিবে বহাল৷

মুক্তি-মোক্ষ, পুনর্জন্ম

তব বিবেচনা, তব বিচার্য,

আনন্দটুকু থাকে যেন মনে

মঙ্গলময়, যা’ কর ধার্য৷

পরিস্থিতিতে তুমি চির সাথী

ভক্তি ও প্রেমে স্বাগত বরণে,

হাসি-কান্নায় রচিত জীবন

যেন ঠাঁই পাই তব শ্রীচরণে৷