অভিষেক

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

হে বীর, ভারতবর্ষের ভাগ্যাকাশে

তুমি এক উজ্জ্বল ধুমকেতু৷

যুদ্ধক্ষেত্রে নির্ভিক সৈনিক,

আপোষহীন সংগ্রামী তুমি,

ত্যাগ তিতীক্ষার মূর্ত্ত প্রতীক৷

উদার চিত্তে ছিল তব আহ্বান

‘‘আমায় রক্ত দাও,

আমি স্বাধীনতা দোব’’

গড়লে আজাদহিন্দ ফৌজ,

শক্ত হাতে দিলে তাতে নেতৃত্ব,

সৈনিক বেশে তুললে

জাতীয় পতাকা

গড়লে সরকার দেশের মাটিতে৷

জানে নি সে মানুষ পাওনি,

মর্যাদা সেদিন তাই,

সাম্রাজ্যবাদীর কোমড় ভেঙে

হলে তুমি নিরুদ্দেশ,

কিন্তু না, দমেনি মানুষ,

থামেনি যুদ্ধ,

হ’ল বিদ্রোহ ঘোষণা---

সৈন্যদলে স্থানে স্থানে,

পালাবার পথ নেই জেনে

হ’ল হস্তান্তরিত শোষণ শাসনের,

পেলো রাজনৈতিক

স্বাধীনতা ভারতবর্ষ,

নেই তাতে অন্ন বস্ত্র

বাসস্থানের গ্যারান্টি,

পচে গলে মরছে

মানুষ রাস্তার ধারে,

দ্বীপান্তরে শুস্ক বনভূমিতে৷