রাশিয়ায় ব্যষ্টিগত আশা-আকাঙ্ক্ষার চিতা তখন জ্বলছে
শ্মশানে পা রেখে রবীন্দ্রনাথ তাঁর মুখাগ্ণিটা দেখলেন
আমরা অনেকেই ভাবলাম
এ অর্থনীতিতে সমষ্টিই তো সব কিছু
ব্যষ্টিগত ব্যথা-বেদনা নিয়ে ভাববো কেন?
রবীন্দ্রনাথের দর্শনটা বুর্জোয়া বুর্জোয়া যেন৷
উত্তর আমেরিকা যাবার জন্যে বসে আছি মস্কোর বিমান বন্দরে
আবর্জনার পাত্রটা উপচে পড়ছে আবর্জনায়
গারবেজ ম্যান পাশে এসে বসল, বলল---
প্লিজ, নালিশ করবেন না যেন
এটাই মার্কসসিজম্
দে প্রিটেণ্ড টু ...
এ্যাণ্ড উই প্রিটেণ্ড টু ওয়ার্ক
অথবা
উই ওয়ার্ক এ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি
এ্যাণ্ড দে গিভ এ্যাকর্ডিং টু আওয়ার নিড৷
ওর কথাগুলো শুণে আমি আবর্জনার দিকে আবার তাকালাম
দেখলাম, ওখানে উপচে পড়ছে
এক অদ্ভুত আবর্জনা
ব্যষ্টিগত স্বপ্ণ হত্যার রক্তাক্ত ফলশ্রুতি
নিহত মার্কস
একফোটাও রক্ত নয়
‘‘প্লিজ নালিশ করবেন না যেন’’-র তীব্র ভয়৷
- Log in to post comments