মানব জন্ম এক বিস্ময়
মানুষের জন্ম যেখানেই হোক, তার একটা বিশেষ স্বভাব বা বৈশিষ্ট্য নিয়ে সে বেড়ে ওঠে৷ এই পৃথিবীর সব দেশের সব ভাষার মানুষের মধ্যেই একটা বিশাল মিল আছে৷ অন্য প্রাণী থেকে তার অনেক অমিল৷ মানুষেরও প্রাণ আছে সে অর্থে প্রাণী হলেও, অন্য প্রাণীর তুলনায় মনের জগতে, প্রশ্ণের জগতে, যুক্তি বুদ্ধির জগতে, জটিল মনস্তত্ত্বের জগতে, সূক্ষ্ম অনুভব বা মানবিকতার জগতে মানুষ অনেক এগিয়ে৷ অন্য প্রাণী এ বিষয়ে অসহায়৷ আহার, নিদ্রা, ভয়, সংখ্যাবৃদ্ধি+ অস্তিত্বের জন্য আক্রমণ ও হত্যা কিংবা মৃত্যুবরণ এতেই সীমাবদ্ধ প্রাণী জীবন৷ ওই হল সাধারণভাবে প্রাণী জীবন৷ ওই হল সাধারণভাবে প্রাণীধর্ম বা প্রাণধর্ম৷
- Read more about মানব জন্ম এক বিস্ময়
- Log in to post comments