November 2018

হাসিনা হত্যার ষড়যন্ত্রে গ্রেনেড্ হামলার জন্যে ১৯ জনের মৃত্যুদণ্ড

গত ১০ অক্টোবর বাংলা দেশের রাজধানী ঢাকার আদালতে বহুল আলোচিত একুশে আগষ্ট গ্রেনেড্ হামলা মামলার রায়ে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী আবদুস সালাম সহ ১৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দেয়৷

২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামী লিগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় গ্রেনেড্ হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন৷ বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী নেত্রী৷ তিনি সামান্যের জন্যে বেঁচে গিয়েছিলেন৷ তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল৷ বলা বাহুল্য, দণ্ডিতেরা সবাই খালেদা জিয়ার বি.এন.পি দলের সদস্য৷

আবার রেল দুর্ঘটনা মৃত-৭

আবার ভয়াবহ রেল দুর্ঘটনা৷ উত্তরপ্রদেশের রায় বেরিলিতে গত ১০ই অক্টোবর নিউ ফারাক্কা এক্প্রেস লাইনচ্যুত হওয়ার ফলে ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়৷ ফলে অন্ততঃ ৭ জন যাত্রীর মৃত্যু ও আহত বহু৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা রেল বিভাগ থেকে ঘোষণা করা হয়েছে৷

টাকার দামের রেকর্ড পতন

১০ অক্টোবর ঃ পূর্বের সব রেকর্ড ভেঙ্গে ডলার প্রতি টাকার দাম কমে দাঁড়াল ৭৪.৩৯ টাকা৷ এদিন সকালে টাকার দাম ছিল , ৭৩.৯৩ টাকা কিন্তু বেলা পড়ার সঙ্গে সঙ্গে তা নেমে হ’ল ৭৪.৩৯ টাকা৷

শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবসে কলকাতায় আনন্দমার্গীদের মহাসমাবেশ

২১শে অক্টোবর মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দ–মূর্ত্তিজ্ পার্থিব দেহের মহাপ্রয়াণ দিবস৷ ১৯৯০ সালের ২১শে অক্টোবর বিকেল সাড়ে ৩টার সময় কলকাতাস্থিত মার্গগুরুভবন ‘মধুকোরকে’ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

অসমের আমবাগানে ইয়ূ.পি.এস.এফ ও এয়ূ.বি.ওয়াই.এফ-এর অসম রাজ্য সম্মেলন

অসমের আমবাগানে গত ৬ ও ৭ই আগষ্ট ইয়ূ.পি.এস.এফ ও ইয়ূ.পি. ওয়াই.এফ-এর অসম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই সম্মেলনে ১১৪ জন ছাত্র-যুবা যোগদান করেছিলেন৷ সম্মেলনের মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত ও গুয়াহাটি আই.আই.টি.-র অধ্যাপক ডঃ শুভেন্দু বাগ৷

২৭শে অক্টোবর ‘রাওয়া’ অনুষ্ঠান

মহান দার্শনিক ঋষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার কর্তৃক রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ৩৬ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে আগামী ২৭শে অক্টোবর সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত সভাপতিত্ব করবেন৷ ওই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য ও আইন বিভাগের প্রাক্তন ডিন ডঃ রঘুনাথ ঘোষ৷

অনুষ্ঠানে প্রথিতযশা শিল্পীরা প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করবেন৷

বাঙালী হঠানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দামানে বাঙালীদের মহামিছিল

পোর্টব্লেয়ার ঃ গত ৭ই সেপ্ঢেম্বর আন্দামানে ‘বাঙালী হঠাও’ আন্দোলনের প্রতিবাদে এখানকার বাঙালীরা ‘বাংলা জয়েন্ট এ্যাকশন ফোরাম’ এই ব্যানারে ঐক্যবদ্ধভাবে এক মহামিছিলে সামিল হয়৷ প্রবল বৃষ্টি উপেক্ষা করে --- প্রায় ১০ হাজার বাঙালী পোর্টব্লেয়ারে মিছিল করে --- তেরঙ্গা পার্কে-গণসমাবেশ করে৷ বক্তারা বাঙালীদের বিরুদ্ধে কায়েমী স্বার্থবাদীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বান জানান৷ তাঁরা বলেন, বাঙালী বিরোধী শেখর সিং কমিশনের ইনার লাইন পারমিটের প্রস্তাব তাঁরা মানবেন না৷ ‘আমরা বাঙালী’ নেতা বিমল রাজবংশী তাঁর বক্তব্যে বলেন, এখানে বাঙালীদের নানান্ভাবে হেনস্থা করা হচ্ছে৷ তিনি আরও বলেন, আন্দামানে জনসংখ্যার প্রায় ৭০

বিজয়োৎসব (বিজয়া)

প্রাচীন সংস্কৃত শব্দভাণ্ডারে বছরে ছ’টা ঋতুর উল্লেখ আছে৷ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত৷ কিন্তু ভারতের অনেক স্থানে, বিশেষ করে সমুদ্রের তটবর্তী এলাকায় তথা পূর্ব ভারতে মূলতঃ চারটে ঋতু৷ সেগুলি হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত৷ ক্ষাঙলায় শীত ঋতু শেষ হতে না হতেই গরম শুরু হয়ে যায়৷ তাই বসন্ত ঋতু এখানে পনেরো দিনের জন্যেও স্থায়ী হয় না, আর হেমন্ত তো শীতেরই অঙ্গ৷

মহাপ্রয়াণ দিবসের সংকল্প

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

মানুষ সাধারণতঃ চলে আত্মসুখকেন্দ্রিক দর্শন বা জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গী, জড়কেন্দ্রিক দর্শন বা দৃষ্টিভঙ্গী কিংবা ভাবজড়তা কেন্দ্রিক দর্শন বা দৃষ্টিভঙ্গী নিয়ে৷ আত্মসুখকেন্দ্রিক দর্শনের অনুগামী বলতে বোঝায় যারা নিজের সুখ, নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝতে চায় না৷ তারা যা করে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে নিজেদের সুখের জন্যে করে৷ তারা বলে ‘আপনি বাঁচলে বাপের নাম’৷ তাদের সমস্ত কার্যকলাপের পেছনে আছে এই আত্মসুখের বাসনা৷ পুঁজিবাদী দর্শন এই পর্যায়ে পড়ে৷