August 2021

প্রাগৈতিহাসিক সমাজ

প্রাগৈতিহাসিক যুগের মানুষ–সমাজে নারীর স্থান ছিল অন্যান্য যে কোন জীবের স্বাধীন নারীর মতই৷ পুরুষেরা যেমন প্রকৃতির কোলে নেচে গেয়ে হেসে খেলে জীবন কাটিয়ে দিত নারীরাও তা–ই করত৷ এই অবস্থা চলেছিল যখন মানুষ সমাজ বলতে কোন কিছুই গড়েনি তখন তো বটেই, তার পরেও মাতৃশাসনের যুগেও৷ কিন্তু যখনই পিতৃশাসিত সমাজ ব্যবস্থা এল তখনই নারীর অধিকার ক্রমশঃ সঙ্কুচিত করা হতে থাকল৷ গোড়ার দিকে ঠিক করা হ’ল মেয়েরা ততটুকু স্বাধীনতা ভোগ করবে যতটুকু বিবাহের পরে তার শ্বশুরকুল তাকে ভোগ করতে দেবে বা বিবাহের পূর্বে পিতৃকুল তাকে যে সুযোগটুকু দেবে৷

সত্যের বোধোদয়

কৌশিক খাটুয়া

একই চন্দ্র প্রতিভাত হয়

গোস্পদে আর সাগরে

কে যে উচ্চ কেবা তুচ্ছ

বুঝিব কেমন করে৷

অজস্র রূপ করেছ ধারণ

একইরূপে আছ অন্তরে,

কত রঙে রাঙায়

কুসুম কানন

সে কোন গোপন মন্তরে৷

সবারে দাও ভালোবাসা

সবার প্রতি সদয়,

দেরিতে হলেও মনের মধ্যে

সত্যের বোধোদয়৷

মৃত্যুদূত

বরুণ বন্দ্যোপাধ্যায়

(অতিমারী করোনার পটভূমিকায়)

ভেবেছিনু মনে, নোতুন বছর হবে

শান্তি, প্রগতি আর সমৃদ্ধির,

কেটে যাবে আনন্দ, হাসি আর কলতানে

হবে না কোথাও কোন প্রাণসংহার৷

 

হঠাৎ মৃত্যুদূতের মতো আমাদের

সভ্যতার অন্দরে এল করোনা ভাইরাস

বাড়তে লাগল ভয়, শঙ্কা আর ---

নিরন্তর ত্রাস৷

 

সারা বিশ্বে শুরু হল

মৃত্যুর মহোৎসব

আকাশে উড়ন্ত শকুন

আর নিচে অগণিত শব৷

 

আজ কেবলই মনে হচ্ছে

এ যেন সভ্যতার সঙ্কটকাল

বিপন্ন মানুষ সাগ্রহে প্রহর গোনে

কবে আসবে নোতুন সকাল৷

পিতৃ–আজ্ঞা

বাপ–বেটাকে নিয়ে সংসার৷ বাপ হাটে গেছে৷ বেটা বাপের জন্যে ভাত–ডাল–তরকারী রেঁধে রেখেছে৷ ৰাৰা খেতে বসে বলছে–রামচন্দ্র, রামচন্দ্র, ওরে রাউজা, দাইলনিতে কয় গণ্ডা মরিস্ দিস?

বেটা বললে–সয় গণ্ডা৷

বাপ–দিৰারে কইসিলাম কয় গণ্ডা?

বেটা–আজ্ঞা, আষ্ট গণ্ডা৷

বাপ–দিস কত?

বেটা–আইজ্ঞা সয় গণ্ডা৷

বাপ–এ অন্ন কাউম্ না, এ অন্ন কাউম্ না৷

বেটা–এ্যাবার এ্যাডা ক্ষমা করেন, মাপ করেন৷ এক্কেরে কতা দিত্যাসি, এ্যামনডা আর অইবো না৷

মানালী ভ্রমণ

আশীষ দত্ত রায়

(পূর্ব প্রকাশিতের পর)

আজ বৃষ্টির দিন৷ মধ্যরাতেই তার আভাস পাওয়া গিয়েছিল৷ সামনের ঘর গুলোর টিনের ছাদে তার আগমনী সঙ্গীতের তান৷

এমনিতেই রচনাকারের দূরদৃষ্টির অভাব আছে৷ পরিজন ও আত্মীয়দের এ অটল ধারণাতে সে বিশ্বাস আরো সম্পৃক্ত ও গভীর হয়েছে৷ ভোরবেলায় তা আরও নিশ্চিততা এনে দিলো যে শুধু দূর নয় নিকট দৃষ্টিরও অভাব আছে৷ স্থূল চোখে ১৫ ফুট দূরের  রাস্তাটাও অদৃশ্য৷ অবশ্য মাঝে মধ্যে  তার অবস্থান জানান দিচ্ছিলো মেঘের  অপসারণে৷ কিন্তু  নদী, গিরিশ্রেণী, তার বিভিন্ন খাত সেই যে অস্পষ্ট, অদৃশ্য হলো প্রভাত ছেড়ে বেলা বাড়তে তার সামান্য আভাসে জানা গেল তারা যথাস্থানেই আছে৷ মাঝে কেবল মেঘের আড়াল৷

ভারতকে অলিম্পিক্সে সেরা সাফল্য দিলেন পানীপতের নীরজ

জীবনের প্রথম অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে দেশকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দিলেন সোনা ভারতের পানীপতের খান্ডরা গ্রামের বছর ২৩ এর ছেলে নীরজ চোপড়া৷

অলিম্পিক্স থেকে দেশকে প্রথমবার সোনা এনে দেওয়ার পরের দিন তার শরীর একটু খারাপ ছিল৷ গত সোমবার ভারতে পা রাখেন নীরজ৷

২০২৮ সালে অলিম্পিক্সে ক্রিকেট থাকার সম্ভাবনা

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তভুক্তির সম্ভাবনা জোরদার করা হল৷ সেই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা নিতে চলেছে ভারতও৷ জানা গিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) কাছে ইতিমধ্যে ক্রিকেট নিয়ে প্রস্তাব দিয়েছে আই.সি.সি৷

এর আগে অলিম্পিক্সে ক্রিকেটে অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা ইচ্ছুক ছিল না বিসিসিআই৷ মূলত তাদের অনিচ্ছার  কারণেই এগোতে পারেনি আইসিসি৷ কিন্তু এখন চিত্র অনেকটাই বদলেছে৷ বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, অলিম্পিক্সে ক্রিকেট ঢুকলে ভারতের পুরুষ ও মহিলা দল তাতে অংশ নেবে৷ এ ব্যাপারে বোর্ডের সঙ্গে এক টেবিলে রয়েছে আইসিসি৷