লেখক
বরুণ বন্দ্যোপাধ্যায়
(অতিমারী করোনার পটভূমিকায়)
ভেবেছিনু মনে, নোতুন বছর হবে
শান্তি, প্রগতি আর সমৃদ্ধির,
কেটে যাবে আনন্দ, হাসি আর কলতানে
হবে না কোথাও কোন প্রাণসংহার৷
হঠাৎ মৃত্যুদূতের মতো আমাদের
সভ্যতার অন্দরে এল করোনা ভাইরাস
বাড়তে লাগল ভয়, শঙ্কা আর ---
নিরন্তর ত্রাস৷
সারা বিশ্বে শুরু হল
মৃত্যুর মহোৎসব
আকাশে উড়ন্ত শকুন
আর নিচে অগণিত শব৷
আজ কেবলই মনে হচ্ছে
এ যেন সভ্যতার সঙ্কটকাল
বিপন্ন মানুষ সাগ্রহে প্রহর গোনে
কবে আসবে নোতুন সকাল৷
- Log in to post comments