সত্যের বোধোদয়

লেখক
কৌশিক খাটুয়া

একই চন্দ্র প্রতিভাত হয়

গোস্পদে আর সাগরে

কে যে উচ্চ কেবা তুচ্ছ

বুঝিব কেমন করে৷

অজস্র রূপ করেছ ধারণ

একইরূপে আছ অন্তরে,

কত রঙে রাঙায়

কুসুম কানন

সে কোন গোপন মন্তরে৷

সবারে দাও ভালোবাসা

সবার প্রতি সদয়,

দেরিতে হলেও মনের মধ্যে

সত্যের বোধোদয়৷