November 2021

স্বাস্থ্য শিবির

গত ২৭শে সেপ্ঢেম্বর অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যার পরিচালনায় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের পক্ষ থেকে উত্তর দিনাজপুর  মেহেন্দাবাড়ীতে একটি স্বাস্থ্যশিবির খোলা হয়েছিল৷ এই শিবিরে ২৩৫ জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷

সাধনা শিবির

গত ২৪,২৫ ও ২৬শে সেপ্ঢেম্বর  আনন্দনগর মার্গগুরুদেবের স্মৃতি সৌধে সাধনা শিবির অনুষ্ঠিত হয়৷ তিনদিবসীয় এই সাধনা শিবিরে আনন্দনগর সংলগ্ণ গ্রামের ও ভারতবর্ষের  বিভিন্ন রিজিয়নের ও পশ্চিমবঙ্গের ভুক্তিস্তর থেকে মার্গী ভাই বোনেরা  অংশগ্রহণ করেন৷ 

মার্গীয়বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

আনন্দনগর সংলগ্ণ পিরিগ্রামের বাসিন্দা আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক গোপাল চন্দ্র নায়েক গত ১৪ই সেপ্ঢেম্বর রাত্রি ১১টায় পরলোক গমন করেন৷

গত ২৫শে সেপ্ঢেম্বর শ্রী নায়েকের বাসভবনে মার্গীয়বিধিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ আন্দমার্গের সমাজ শাস্ত্র ও শ্রাদ্ধানুষ্ঠেতে তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত৷

সুইসা তুন্তুরি অঞ্চলে সেমিনার

সুইসা তুন্তুরি অঞ্চলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ২৪শে সেপ্ঢেম্বর গার্গী আনন্দমার্গ স্কুলে৷ প্রশিক্ষক ছিলেন আচার্য বিশিষ্ঠানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দচিরমধুরা আচার্যা৷ আনন্দমার্গ দর্শনে সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন প্রশিক্ষকেরা৷

অখণ্ড কীর্ত্তন

গত ১২ই সেপ্ঢেম্বর আনন্দনগর সুরিডি গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী নিতাই মাহাত-র বাসভবনে তিনঘন্টাব্যাপী অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় শেষে আনন্দমার্গ দর্শনের বিষয় আলোচনা হয়৷ পরিশেষে নারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷

প্রভাত সঙ্গীত দিবস পালন

গত ১৪ই সেপ্ঢেম্বর আনন্দনগর রোটান্ডায় প্রভাত সঙ্গীত দিবস উদ্‌যাপন করা হয়৷ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অনুষ্ঠানে আনন্দনগরের বিভিন্ন হোম ও হোস্টেলের ছাত্র-ছাত্রারা, স্থানীয় মার্গী ভাইবোন  ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন৷ এককভাবে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ৩৫জন শিল্পী, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন ৯জন শিল্পী৷ এছাড়া ১২টি গোষ্ঠী সমবেতভাবে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ও ৯টি গোষ্ঠী সমবেতভাবে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন৷ 

টিকরি কেল্লায় ত্রান

মেঘালয়ে টিকরি কেল্লা আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে  বাগপাড়া গ্রামে করোনা ও লক্‌ডাউনের কারণে বিপর্যস্ত পরিবারের শিশুদের হাতে  বিভিন্ন খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিষ তুলে দেওয়া হয়৷ স্কুলের অধ্যক্ষও শিক্ষকদের উদ্যোগে এই ত্রাণ বন্টন করা হয়৷

এ্যামার্টের উদ্দ্যোগে ত্রাণ

সম্প্রতি বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের খড়িকা পঞ্চায়েতের বিভিন্ন  গ্রামে বন্যা বিপর্যস্ত পরিবারের হাতে খাদ্যদ্রব্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের পক্ষ থেকে৷ উপস্থিত ছিলেন আচার্য সন্দীপ্তনন্দ  অবধূত, আচার্য সুদীপানন্দ অবধূত, আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, দেবাশীষ বর্মন প্রমুখ৷

হাওড়ায় কৌষিকী দিবস ও প্রভাতসঙ্গীত দিবস পালন

গত ৬ই সেপ্ঢেম্বর ছিল কৌষিকী দিবস৷ এইদিন হাওড়া রাণিহাটীতে আনন্দমার্গ শিশুসদনে শিশুদের নৃত্য ও আসন প্রশিক্ষণ দেওয়া হয়৷ গত ১৪ই সেপ্ঢেম্বর প্রভাতসঙ্গীত দিবস৷ এই উপলক্ষ্যে হাওড়া জেলার রাণীহাটি শিশু সদনের ছাত্র, বাগনান ও চ্যাটার্জী হাটের ছাত্রারা ও স্থানীয় মার্গীভাইবোনেরা সমবেত হন রাণীহাটি শিশুসদনে৷ প্রভাত সঙ্গীত পরিবেশন ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে৷ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের হুগলী ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দরুপলীনা আচার্যা ও হাওড়া ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷

আনন্দমার্গের সেমিনার

আগরতলা ঃ গত ১০,১১ ও ১২ই সেপ্ঢেম্বর আগরতলা ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুলে৷ ডায়েসিসের সর্বস্তরের মার্গী ভাই-বোনেরা এই সেমিনারে অংশগ্রহণ করেন৷ এছাড়া বিভিন্ন বিভাগের কর্মী সন্ন্যাসী সন্ন্যাসিনীরাও উপস্থিত ছিলেন৷ এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক  অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয়গুলি ছিল জীবের পরমাগতি, শূদ্র বিপ্লব ও  সদ্‌বিপ্র সমাজ, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন পুনর্জাগরণ ও সম্যক জীবন৷ তাত্ত্বিক আলোচনা ছাড়া প্রত্যহ দুইবেলা ব্যষ্টিগত ও সমষ্টিগত আধ্যাত্মিক অনুশীলন, প্রভাত