মার্গীয় মতে শ্রাদ্ধানুষ্ঠান
বীরভূম জেলার কোটাসুর সংলগ্ণ বেলুটি গ্রামের মার্গী শ্রী বাসুদেব গড়াই এর ধর্মপত্নী মহামায়া গড়াই গত ইং ৯ই আগষ্ট,২০২৩ বুধবার বিকেল ৫-৩০ টায় সিউড়ি সদর হাসপাতালে ব্রেন স্ট্রোকে পরলোকগমন করেন৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর৷ তাঁর এক পুত্র ও এক কন্যা আছে৷ তাঁর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান গত ২০শে আগষ্ট,২০২৩ রবিবার নিজস্ব বাসভবনে (বেলুটি গ্রামে) করা হয়৷
উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রদ্ধেয় আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ অনুষ্ঠানে ৫০ জন লোক উপস্থিত ছিলেন৷