এন.জে.পি স্টেশনে ধৃত ১১কোটি টাকার হাতির দাঁত
অসম থেকে দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসে হানা দিয়ে প্রায় ৭ কেজি ৩২০ গ্রাম ওজনের তিনটে হাতির দাঁত উদ্ধার করেছেন কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা৷ গ্রেফতার হয়েছে দুজন পাচারকারী৷ গত রবিবার ধৃত পাচারকারীদের শিলিগুড়ি আদালতে তোলা হয়৷ তাঁদের আগাম জামিন আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷