ডিজিটাল হ্যাকারদের নতুন ফাঁদ জাম্পড ডিপোজিট স্ক্যাম
দেশ জুড়ে বাড়ছে ডিজিটাল লেনদেন৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারদের দৌরাত্ম্য৷ নিস্তার পাচ্ছেন না ইউনিফায়েড পেমেন্টসইন্টারফেস বা ইউপিআই অ্যাকাউন্টের গ্রাহকরাও৷ সাইবার অপরাধীদের হাতে পড়ে হতে হচ্ছে সর্বসান্ত৷ ইউপিআইয়ের হ্যাকার হামলাকে বলা হচ্ছে ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’৷ ইতিমধ্যেই এই নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে সরকার৷