মহাসম্ভূতির আবির্ভাব কখন ঘটে?
শ্রীমদ্ভাগবত গীতার একটি শ্লোক উদ্ধৃত করে ৰলেছিলুম,
‘‘যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷’’
এখানে ‘যদা যদা’ কথার মানে কী? এখানে ‘যদা’ শব্দের অর্থ হচ্ছে যথোপযুক্ত কালে, ঠিক সময়ে৷ তোমরা জান যে প্রত্যেকটি কাজের জন্যে, প্রত্যেক কর্তব্যের জন্যে সবচেয়ে উপযুক্ত সময় থাকে, মাহেন্দ্রক্ষণ থাকে৷ সেটাই সেই বিশেষ কর্তব্য সম্পাদনের জন্যে উপযুক্ত সময়৷ বিভিন্ন ধরণের ফল-ফসল লাগাবার জন্যে একটা বিশেষ সময় থাকে আবার পাকা ফসল ঘরে তোলবার জন্যেও একটা বিশেষ সময় থাকে৷ সেই বিশেষ সময়টাই বিশেষ ধরণের কাজের জন্যে সবচেয়ে বেশী উপযুক্ত সময় ৰলে গণ্য হয়৷