আসা

লেখক
কবি রামদাস বিশ্বাস

আসা যাওয়া ভবের খেলা সবাই বলে গানের সুরে

আসতে হবে এই ভূবনে বারে বারে ঘুরে ঘুরে৷

কোথা থেকে আসব আমি কোথায় আবার যাব চলে

কেউ জানি না সেই ঠিকানা কেউ ঠিকানা দেয় না বলে৷

কী কারণে আসা হেথা কেন সেথা চলে যাওয়া

কেউ কি বলে দেবে আমায় কেন হেথায় তরী বাওয়া৷

শুনেছি মানুষের জীবন শ্রেষ্ঠ জীবন ভূমণ্ডলে

দেখেছি মানুষ পশু হয়ে চরছে বনে জঙ্গলে৷

কেউ জানে না সুখ-দুঃখ দুটোই আছে সমান সমান

সবাই ভাবে দুঃখ বেশী সুখ নাই কণা প্রমাণ৷

দুঃখে পুড়ে সুখের আশায় বারে বারেই যাওয়া আসা

আশায় আশায় ভূমণ্ডলে শূন্য মাঝে শুধুই ভাসা

শূন্য মাঝে ভেসে ভেসে মানুষ করে মানুষ খুন

আত্মসুখে পরকে দোষে পান থেকে খসিলে চুন৷

কেন আসা কেন ভাসা কোন আশাতে ভবে আসা

আশায় আশায় মানব জীবন হ’ত না সর্বনাশা৷

দুঃখ সুখের প্রপঞ্চময় এই ধরণী স্বর্গ হ’ত

আত্মস্বার্থ বলি দিয়ে সবাই যদি ভাল বাসত৷

পৃথিবীতে আসার আগে ছিলাম পরমপিতার ঘরে

আসতে আমি চাইনি তবু পাঠাল পিতা ভবের পরে৷

বলল এবার যা জগতে কাজ করে খা বুদ্ধিবলে

কর্মগুণে হবি বড় ধবংস হবি ছলে-বলে৷

সুখের আশায় ভুলে গেলাম দুঃখ আছে সুখের পিছে

পরমপিতার চরম সত্যি সত্য মিথ্যা মেশা প্রপঞ্চে৷

আসতে আমি চাইনি তবু শেষ পর্যন্ত হ’ল আসা

যে ঘরেতে ছিলাম আমি সেথায় আছে সকল আশা৷