বাংলার বদলে অসমীয়ার  দাবী অসাংবিধানিক ও মৌলিক অধিকার বিরোধী

লেখক
সাধন পুরকায়স্ত

অসমে লোকগণনায় বাংলাভাষীদের অসমীয়া লেখানোর অসাংবিধানিক দাবীর তীব্র প্রতিবাদ করলেন ‘আমরা বাঙালী’র অসম রাজ্যসচিব সাধন পুরকায়স্ত৷ গত ২৪শে ডিসেম্বর, এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন --- আগামী ২০২১ সালের লোকগণনায় অসমে বসবাসকারী বাঙালীদের  মাতৃভাষা বাংলার বদলে অসমীয়া লেখানোর  যে দাবী  বি.জে.পি বিধায়কদের এক সভায় উঠেছে, এই ব্যাপারে ‘আমরা বাঙালী’  বরাক উপতক্যা থেকে নির্বাচিত বি.জে.পি বিধায়কদের কাছে স্পষ্টিকরণ দাবী করছি৷

মাতৃভাষার অধিকার আমাদের জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার, এই অধিকার যারা কেড়ে নিতে চায়, তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে ইংরাজির ১৯৬১-র মত  আরেকটা  রক্তঝরা  আন্দোলন  গড়ে তোলা প্রয়োজন হয়ে দেখা দিয়েছে৷ যারা সংবিধানের নামে শপথ গ্রহণ করে সরকার গঠন করেছেন৷ তাদের এই চেষ্টা সংবিধান অবমাননা বলে আমরা মনে করি৷ আমরা এই ব্যাপারে সর্বানন্দ সানোয়াল সরকারেরও স্পষ্টিকরণ দাবী করছি৷ অসম বহুভাষিক রাজ্য, তবুও অসমীয়াভাষা সংসৃকতির  সঙ্গে আমাদের কোন সংঘাত নেই, কিন্তু এইভাবে  চাপ সৃষ্টি করে অসাংবিধানিক, মৌলিক অধিকার বিরোধী কোন কার্যকলাপ আমরা বরদাস্ত করব না৷ আপনাদের  জেনে রাখা উচিৎ অসমে বাঙালীদের অবস্থান ঐতিহাসিক ও ভৌগোলিক দিক দিয়ে  এক স্বীকৃত সত্য৷ সুতরাং এই সত্য প্রতিষ্ঠার  লড়াই চালিয়ে যেতে অসমে বসবাসকারী বাঙালীদের  প্রতি ‘‘আমরা বাঙালী’’ আহ্বান রাখছে৷