বিপন্ন বাঙালী

লেখক
রবীন্দ্রনাথ সেন

একদিন জ্ব’লে উঠেছিল এই বাংলা

জ্ঞানে গরিমায় ত্যাগে তিতিক্ষায়

বিদ্যায় বুদ্ধিতে ধ্যানে ধারণায়

সাহসে শৌর্যে আত্মদানে৷

ভারতের একপ্রান্ত থেকে

আরেক প্রাম্তে ছুটেছিল তারা

ঐক্যের বন্ধন নিয়ে, বিপ্লবের বাণী নিয়ে

মুক্তির স্বপ্ণ নিয়ে, ঊষার আমন্ত্রণ নিয়ে৷

 

যেদিন দাবানলের মতো জ্বলে উঠল তারা

বিপ্লবের অগ্ণিশিখা ছড়িয়ে পড়ল

দেশ থেকে দেশান্তরে জার্র্মন জাপান হয়ে

উল্কার অনল শিখা এল দিল্লীর পথে,

আতঙ্কিত হলো সাম্রাজ্যবাদী শোষক

কেঁপে উঠল ভীরু কাপুরুষের দল

তলে তলে হ’ল গোপন শলা

বিড়াল হলো তপস্বী

স্বাধীনতা সঁপে দিল

ভেকদারী পিশাচের হাতে....