লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
আমরা দেবশিশু,
বসুধা জননীর কোলে লালিত,
হাতে হাত ধরে চলেছি পথ,
বৃহদভাবে হয়েছি ভাবিত,
ছন্দিত জীবনে এল প্লাবন,
হর্ষ আহ্লাদ ঘিরে চারিধার,
জেগেছে স্পন্দন দেহ মনে
ক্ষণে ক্ষণে শুনছি কিবা ধবনি
যেন হাতছানিতে কেহ ডাকছে
মেতেছে মন অনাবিল আনন্দে...!
মহতি প্রয়াসে হয়েছি ধন্য
ক্ষুদ্রত্ব গেছে সব সরে,
দুঃখ বেদন যেন নাহি আর
চারিধারে আনন্দ পারাবার,
কাণ্ডারী হয়েছে নিজে দ্বারি
শরণাগত মোরা তাঁরই৷
আহা মরি কী আনন্দ!...
এত সুখ রাখি কোথা বলো,
দিই বিলায়ে সব আপন জনে,
মথিত হৃদয় আসে ছুটি
দিতে আর নিতে মিলাতে মিলিতে
আপনার সবে মানি!
- Log in to post comments