নাম না জেনেও চিনি তারে
পথে ঘাটে মাঠে---
আগ বাড়িয়ে থাকে সে যে
নিত্যনতুন ঠাটে৷
চেনা তারে হয়না যে শেষ
জীবন পলে পলে
চিনি বলেই রয় অচেনা
ভাবান্তরে অজানা কৌশলে৷
স্বার্থ যখন জেগে ওঠে
বিবেক অন্ধকারে,
রূপান্তরের অন্যরূপ
আঁধার পারাপারে৷
কী কঠিন এই মানুষ চেনা৷
সাথেই যখন থাকে,
দিনে রাতে ছন্দে তালে
স্বরূপ নিয়েই মাতে৷
ওরা যখন অট্টালিকায়
তুমি পথের ধারে,
বন বনানীর সবুজ পাতা
ফুলে ফলে ভরে৷
হাত বাড়িয়ে চাইছে ওরা
দেওনা একটি ফল,
একটি কেন আরো নেও
বাড়াও তোমার বল৷
- Log in to post comments