একুশের আলো

লেখক
শ্রী রবীন্দ্রনাথ সেন

একুশের আলোটা নিভিয়ো না বন্ধু

একুশের উত্তাপটা নাও

শোষণ জারীর কায়দাটা রুখতে

ভাষায় হামলা থামাও৷

একুশের প্রতিবাদ ভুলো না বন্ধু

একুশের প্রাণটা ধরো

হীনতার দিন নয় আজ

মাতৃমন্ত্রে জয়ধ্বনি করো৷

একুশের রক্তমাখা পঞ্চ পুষ্পাঞ্জলি

মাতৃবেদীমূলে

ঊনিশের দশটি আত্মাহুতি

লুটাবে কেন অবহেলে?

বলো বন্ধু বলতে তোমায় হবে

বাঙালী জনগোষ্ঠী খণ্ডিত হয়ে রবে?

বাঙালী জনগোষ্ঠী কেন ঝাড়খণ্ডী হবে?

বাঙালী জনগোষ্ঠী কেন অসমে মার খাবে?

এপার ওপার বার বার বাঙলা ভাগ হবে

অসম, ত্রিপুরা, মেঘালয়ে

বাঙালী তাড়া খাবে?

জমিহারা, ভূমিহারা বাঙালী গাইবে কি

মাতৃভাষার গান?

হে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বলো কী দিবে প্রতিদান?