গণতন্ত্রের নাভিঃশ্বাস

লেখক
প্রভাত খাঁ

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে!

কে দেবে উত্তর এই ছন্নছাড়া গণতন্ত্রের!

কলহে উন্মত্ত সব শাসকের দল

স্বার্থসিদ্ধি তরে করে সদা নানা ছল৷

সার্বিক কল্যাণ থেকে রহে বহুদূরে

নিজেদের স্বার্থ লাভে এক হয়ে রহে৷

নির্বাচন কালে শুধু পালে হাওয়া লাগে

বোটারদের দুয়ারে এসে সবে কড়া নাড়ে৷

গদীতে বসার পর আর দেখা নেই

হাওয়া মিলিয়ে যায় দেওয়া প্রতিশ্রুতিই৷

দলতন্ত্রে গণতন্ত্রের নাভিঃশ্বাস ওঠে

আশাহত মনে তাই বিরক্তিটাই ফোটে!

গণতন্ত্রের জন্ম হয় জনগণের তরে

কিন্তু পোড়া দেশে দেখ শুধু

মুষ্টিমেয় ব্যষ্টিরাই সুখভোগ করে৷