লেখক
শ্রীপ্রণবকান্তি দাশগুপ্ত
হাঁসের ছানা হাঁসের ছানা
ঘাঁটিস কেন জংলা পানা
সর্দি হবে কাশি হবে
বাপে-মায়ে মন্দ কবে৷
হাঁসের ছানা হাঁসের ছানা
শক্ত সবল হয়নি ডানা---
প্যাঁকপেকিয়ে ঘাড় বেঁকিয়ে
বেড়াস যে খুব ঢঙ দেখিয়ে!
হাঁসের ছানা হাঁসের ছানা
শামুক খা-না, গুগ্লি খা-না
সারা দুপুর ঝুপ-ঝুপ-ঝুপ
পাঁকের জলে দিস কেন ডুব?
- Log in to post comments