গ্রামের বাঙলার মাষ্টারমশাই ঢাকা শহরে বেড়াতে এসেছেন৷ ষ্টেশনে নেমে রিক্সাওয়ালাকে বললেন, ‘যাবে ভাই?
রিক্সাওয়ালা ঃ যাইবেন কই?
মাষ্টারমশাই ঃ বিশ্ববিদ্যালয়ে যাব৷
রিক্সাওয়ালা ঃ পাঁচ ট্যাহা লাগবে৷
মাষ্টারমশাই ঃ ঠিক আছে তাই দেব চলো৷
মাষ্টারমশাইকে ঘণ্টাখানেক ঘোরাবার পরও রিক্সাওয়ালা আর বিশ্ববিদ্যালয় খুঁজে পায় না৷ মাষ্টারমশাইও অধৈর্য হয়ে পড়লেন৷
মাষ্টারমশাই ঃ তুমি ঢাকার রিক্সাওয়ালা, বিশ্ববিদ্যালয় চেন না?
রিক্সাওয়ালা ঃ দাঁড়ান, হালায়, জিগাইয়া লই ওই দোকানদারাটায়৷
দোকানদারকে জিজ্ঞেস করে এসেই রিক্সাওয়ালা রীতিমত উত্তেজিত৷
রিক্সাওয়ালা ঃ ‘তাই কন, আপনি ইউনিভার্সিটি যাইবেন৷ তখন থ্যেইকা হালায়, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কইত্যাছেন, ইউনিবার্সিটি কইলে কখন হালায় পৌঁছাইয়া দিতাম৷ লেখাপড়া না শিখ্যা ঢাকায় আহেন ক্যান?
- Log in to post comments