লেখক
কৌশিক খাটুয়া
তিরিশে এপ্রিল আসে--------
ভারাক্রান্ত মনে স্মরণ বেলায় অশ্রুতে আঁখি ভাসে৷
অসহায় প্রাণ জর্জরিত হল
নির্মম আঘাতে,
মর্ত্যভূমির বীর পুঙ্গবেরা ছিল নাতো রাজপথে!
পরমাত্মা ও মহাত্মার মাঝে পাপাত্মা করে খেলা,
অহংকারের মিথ্যা দম্ভে অপকর্ম সারা বেলা৷
জড়বাদী মন থাকে সর্বক্ষণ
পাপাচারে আবদ্ধ,
কোনো বিরোধিতা মানিতে নারাজ
শুনিলেই হয় ক্ষুব্ধ!
পরের স্বার্থে দধীচির দান
দেবাত্মারই ধর্ম,
ধরনীতে তাঁরা আসা যাওয়া করেন
সারিতে আপন কর্ম৷
প্রাতঃস্মরণীয় চির বরনীয়
মহারণে জয়ী বীর,
মহাপ্রেরণায় তাঁহাদের ন্যায়
উন্নত হোক শির৷
তিরিশে এপ্রিল আসে বারেবারে --
ডাক দিয়ে যায় মানবতার দ্বারে
জাগ্রত হোক সুপ্ত মানবতার,
আসুরিক শক্তি বিলোপ সাধনে
জীবন উৎসর্গ হোক বারংবার৷
ব্যথিত হৃদয়ে মানুষের আজ শপথ নেওয়ার দিন,
সময় হয়েছে শুধিতে হবে অতীতের রক্ত ঋণ৷
- Log in to post comments