লেখক
কৌশিক খাটুয়া
ধর্মের নামে বলিদান
ধর্মেরই অপমান,
নিরীহ জীবেরে হত্যা করে
হয়েছে কে মহিয়ান?
ধর্ম বলে না জীব-বলিদান
ইষ্টকে করে তুষ্ট,
সৃষ্টি কে অযথা ধবংস করিলে
স্রষ্টা যে হয় রুষ্ট!
ধর্মের নামে জীব হত্যা,
সেতো ধর্মমতের ঘোষণা,
নেপথ্যে রয়েছে রসনাতৃপ্তির
এক কলঙ্কময় বাসনা৷
ধর্মমত কত কথা কয়
গড়ে বিভাজন রেখা,
বিদ্বেষ ভরা রক্ত ক্ষরণ
অনেক হয়েছে দেখা৷
যে হাতে তুমি সমাজ গড়
গড়ে তোলো ইমারত,
সর্জনশীল সেই হস্তে
থাক সবাসাথে সহবৎ৷
মানুষ, তুমি সৃষ্ট জগতে সর্বশ্রেষ্ঠ জীব,
সৃষ্টির মাথে তুমি খুঁজে পাবে
লুকিয়ে রয়েছে শিব৷
তোমার কাছে তোমার জীবন
যেমন মূল্যবান,
সেও বাঁচিতে চায় ধরনীর পরে
যার হয় বলিদান৷
বাঁচার লড়াই জৈব ধর্ম
যে ধর্ম এই সত্য ভুলায়,
ধিক্ সে ধর্ম, মনে রেখো সবে
তরু ও বাঁচিতে চায়৷
শুভ বিজয়ার প্রীতি বিনিময়
শুধু মানুষের সাথে নয়
সব সৃষ্টির মাঝে যেন
আজ পাই তাঁর পরিচয়৷
- Log in to post comments