সবুজ, সাদা, গেরুয়া আর মাঝখানে চরকা--- এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা৷ অন্যান্য দেশে ও জাতীয় পতাকা আছে৷
ইউরোপ মহাদেশের একটি দেশ ডেনমার্ক৷ এর আয়তন ষোল হাজার ছয়শো ঊনত্রিশ বর্গমাইল৷ লোক সংখ্যা আটচল্লিশ লক্ষ তের হাজার আটশো বিরানববই (১৯৬৭ খ্রীষ্টাব্দের হিসাব)৷ রাজধানী কোপেন হেগেন৷ এর জাতীয় পতাকা হচ্ছে রক্ত পতাকার মধ্যে সাদা ক্রুশ চিহ্ণ৷ ইউরোপের মধ্যে এটাই সবচেয়ে বড় জাতীয় পতাকা৷
ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি শক্তিশালী সাধারণতন্ত্র৷ আয়তন দুইকোটি বারো লক্ষ নয়শো ঊনিশ বর্গমাইল৷ লোকসংখ্যা পঞ্চাশ কোটি ছয় লক্ষ বাষট্টি হাজার (১৯৬৮ খ্রীষ্টাব্দের হিসাব)৷ রাজধানী প্যারিস৷ এর পতাকায় কালো, সাদা আর লাল পাশাপাশি থাকে৷ এই পতাকার প্রচলন হয় ১৭৮৯খ্রীষ্টাব্দে ফরাসী বিপ্লবের সময় থেকে৷
দক্ষিণ ইউরোপের একটি রাজ্য ইটালি৷ আয়তন এক লক্ষ ষোল হাজার দুইশো আশি বর্গমাইল৷ লোকসংখ্যা পাঁচকোটি পঁচিশ লক্ষ কুড়িহাজার (১৯১৩ খ্রীষ্টাব্দের হিসাব) রাজধানী রোম৷ এর জাতীয় পতাকায় আছে পাশাপাশি সবুজ, সাদা ও নীল৷
আফ্রিকার একটি দেশ মিশর৷ মিশরের পতাকা সবুজ৷ তাতে আছে ছয়টি সাদা অর্ধচন্দ্র আর পাঁচটি সাদা তারা৷
পাকিস্তানের পতাকা গাঢ় সবুজ৷ তার মাঝে আছে সাদা অর্দ্ধচন্দ্র আর পাঁচটি তারা৷
পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দেশ সোভিয়েৎ যুক্তরাষ্ট্র (খণ্ডিত হওয়া আগে)৷ পৃথিবীর মোট স্থলভাগের ১/৬ অংশ এর অন্তর্ভুক্ত৷ আয়তন ছিয়াশি লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইল৷ লোক সংখ্যা তেইশ কোটি সত্তরলক্ষ (১৯৫৮ খ্রীষ্টাব্দের হিসাব)৷ রাজধানী মস্কো৷ এর পতাকা লাল-তাতে কাস্তে ও হাতুড়ি৷ হাতুড়ির ওপর তারা৷
সাতটি লাল,ছয়টি সাদা লাইন ও আট চল্লিশটি তারা যোগে তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা৷
রাষ্ট্র সংঘের নীল পতাকায় রাষ্ট্রসংঘের চিহ্ণ আঁকা থাকে৷
- Log in to post comments