জ্ঞানগম্যি

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

দাবা ---দাবা খেলায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতের গ্র্যাণ্ডমাষ্টার আর.প্রজ্ঞানন্দ৷ বয়স ১৬৷ একাদশ শ্রেণীর ছাত্র৷ এই খুদে দাবাড়ুর কাছে তিনমাসে দ্বিতীয়বার হারলো কার্লসেন৷ এই দুরন্ত জয়ের পর প্রজ্ঞার নক আউটে খেলার সম্ভাবনা এখন মসৃণ৷ সে একদিন হয়তো বিশ্বের সেরা দাবাড়ু হবে৷

---হ, বুঝছি, আর অহন আর কেউ দাবায়ে রাখতে পারবো না৷

ময়ূরী নয়, নাচে ময়ূর--- একটি আধুনিক বাংলা, গান,শুনছিলাম৷ গানের প্রথম কলি---‘‘নাচ ময়ূরী নাচরে৷’’ না, ময়ূরী নাচে না, নাচে ময়ূর৷ বর্ণময় পলক আর মনোরঞ্জনকারী পেখম নৃত্যের জন্য সারা বিশ্বে ময়ূর সমাদৃত পাখি৷ ময়ূরের তুলনায় ময়ূরী নিতান্তই সাদামাটা পাখি৷ ময়ূরের মতো ময়ূরীর না আছে, বর্ণাঢ্য দীর্ঘ পুচ্ছ-পালক, না আছে ঝলমলে নীল সবুজ স্বর্ণালী রূপ৷ প্রজনন ঋতু বসন্তে ময়ূর তার পেখমের সৌন্দর্য মেলে ধরে ময়ূরীর দৃষ্টি আকর্ষণ করে৷ তাকে মোহিত করার জন্য পা ফেলে ফেলে নাচে৷

খণ্ড নয়, চাই অখণ্ড বাংলা বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন--- বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর নিয়ে পৃথক রাজ্য হোক৷ আলাদা জঙ্গল মহল, রাজ্য হোক৷ এর আগে উত্তরবঙ্গ থেকে ও বিজেপি আলাদা রাজ্য ঘটনের  আবদার জানিয়েছে৷ বিজেপির ওইসব বাংলার  কুলাঙ্গার নেতাদের বলি--- বাঙালী হয়ে যদি  বা বাংলাকে ভালোবাসেন উড়িষ্যা, অসম ইত্যাদি রাজ্যের বাঙালী অধূ্যষিত  অঞ্চলগুলি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হোক৷